X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সরকার তিলে তিলে খালেদা জিয়াকে মারার ব্যবস্থা করছে: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৬:৩৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৩২





সরকার তিলে তিলে খালেদা জিয়াকে মারার ব্যবস্থা করছে: খসরু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে জেলখানায় রেখে তিলে তিলে মারার ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘খুনের আসামি জামিন পাচ্ছে, ধর্ষক-শিশুধর্ষক জামিন পাচ্ছে, কিন্তু খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। দেশের মানুষের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সবাই জামিন পাবে, খালেদা জিয়া জামিন পাবেন না।’

তিনি অভিযোগ করে বলেন, “দেশে কোনও বিচারব্যবস্থা নেই। সরকারের মন্ত্রীরা বলে দেন, মামলার রায় কবে হবে। এর শাস্তি হয়ে যাবে, ওর শাস্তি হয়ে যাবে—এটাও তারা বলে দেন। দেশের বিচারব্যবস্থার একটি ধারা আছে ‘ডিউ প্রসেস অব ল’। এই প্রসেসে কার কী হবে, সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, কিন্তু আজ সব বলা হয়ে যাচ্ছে।”
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘যে দেশে প্রধান বিচারপতিকে বিচারালয় থেকে জোর করে অপসারণ করা হয়, যে দেশে তারেক রহমানের পক্ষে রায় দেওয়ার কারণে বিচারপতিকে চাকরিচ্যুত হতে হয়, যে দেশে মন্ত্রীরা কার কী বিচার হবে আগেভাগে বলে দেন, সেখানে আপনারা কীভাবে বিচার আশা করেন?’ এসময় দেশবাসীকে দেশের মালিকানা নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।
খসরু বলেন, ‘কোরবানির পর থেকে পেঁয়াজের দাম বাড়া শুরু হয়েছে; এখন ১৪০ টাকা। আপেলের চেয়ে পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে। এটা তো মশকরা হওয়ার কথাই। মশকরা করে অনেকেই বলছে যে এত দাম দিয়ে খাওয়ার কী দরকার। তাহলে কাল ডিমের দাম বাড়লে ডিম খাবেন না, তেলের দাম বাড়লে তেল খাবেন না... এর চেয়ে সহজ পন্থা পৃথিবীতে আর কিছু আছে!’
জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!