X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসসিসিতে ২০ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করলো ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ২০:২২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:৩১

ইসলামী আন্দোলন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য ২০ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (২৫ ডিসেম্বর) দলটি প্রার্থীদের নাম ঘোষণা করে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দূর করার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক হিসেবে বারবার পরিচয় দিচ্ছে। সিটি নির্বাচনে কমিশন আগের অবস্থা থেকে ফিরে না আসতে পারলে নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসনের কোনও প্রয়োজন নেই।’

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ার সম্ভাবনা নেই। এই সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু হয়নি। এবারের সিটি নির্বাচনেও ব্যর্থ হলে সরকার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা নির্বাচন কমিশনকে করতে হবে। জনমনে নির্বাচন নিয়ে যে সংশয়, তা দূর করতে না পারলে জনগণ আর ক্ষমা করবে না।’

দলটির কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন: ২২ নম্বর ওয়ার্ড মো. তাইফুর রহমান, ১৪ ওয়ার্ড মো. আব্দুর রশিদ, ৫০ নম্বর ওয়ার্ড মো. শাহজাহান কবির, ৪৭ নম্বর ওয়ার্ড মো. আব্দুল করিম, ৫২ নম্বর ওয়ার্ড মনোয়ার হোসেন মনা, ৫৩ নম্বর মো. ইমানউদ্দিন, ৫৯ নম্বর ওয়ার্ড মো. মাছুম আহম্মদ, ৬০ নম্বর ওয়ার্ড মো. মাহবুব হোসেন মামুন, ৬১ নম্বর ওয়ার্ড মো. আব্দুস সাত্তার, ৬৪ নম্বর ওয়ার্ড মিজানুর রহমান, ৬৫ নম্বর ওয়ার্ড নূর এ আলম নকীব, ৬৬ নম্বর ওয়ার্ড ওয়াদুদ মিয়া, ৭০ নম্বর ওয়ার্ড জাহাঙ্গীর খান, ৬২ নম্বর ওয়ার্ড ডা. নূর মোহাম্মদ শাহ মুন্না, ৫১ নম্বর ওয়ার্ড রায়হান আহমদ, ৫৯ নম্বর ওয়ার্ড মো. শাহেদ হোসেন, ৪৮ নম্বর ওয়ার্ড সৈয়দ মো. সিদ্দিকুর রহমান, ৪৫ নম্বর ওয়ার্ড ফারুক হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ড মো. উজ্জ্বল এবং ৬৩ নম্বর ওয়ার্ড হাজী মো. ইসমাঈল হোসেন।

/সিএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ