X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের পর ঢাকায় নতুন তেমন কিছু হয়নি: জাপা মেয়র প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৯:২০

মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী কামরুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী কামরুল ইসলাম বলেছেন, ‘জেনারেল এরশাদের সময় ঢাকায় যে উন্নতি হয়েছে, তারপর খুব একটা নতুন কিছু হয়নি।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি।
ঢাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘মেট্রো রেল, ফ্লাইওভারের কাজ শেষ হলে ঢাকায় নতুন কিছু হবে। তবে এখন আপনারা যদি ঢাকা দেখেন সবকিছুই জেনারেল এরশাদের করা। সুতরাং আমরা চাই, মানুষ যেন ১০০ বছর পরে বলে যে ২০২০ সালে বাংলাদেশ কেমন ছিল।’

নির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু আছে, সুন্দর আছে এমন দাবি করে কামরুল বলেন,  ‘এখনও প্রচারণা শুরু হয়নি। নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে লোকজন ভোটকেন্দ্রতে গিয়ে ভোট দিতে পারে। এ ব্যাপারে ইসি (নির্বাচন কমিশন), নিরাপত্তাবাহিনীসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে কাজ করলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমি আশা করি। আমাদের প্রধানমন্ত্রীও তাই চান। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন করতে সরকার সিরিয়াস। আমি নিশ্চিত যারা এর পেছনে আছেন তারা সুষ্ঠু নির্বাচনই চাইবেন।’

নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবারই একটা মতামত থাকতে পারে। বিএনপি যেটা আশা করছে সেটাই হয়তো বলছে। কিন্তু আমরা দেখছি,  সরকার ও ইসি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। বহির্বিশ্বের কাছে আমাদের তুলে ধরার এখন যে সময়, সেখানে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। এজন্য নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে।’

কয়েকদিন আগেই জাপায় যোগ দিয়ে মেয়র পদে মনোনয়ন পাওয়ায় পর সাবেক সেনা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘৩৩-৩৪ বছরে সেনা জীবনের কোনও দায়িত্বে আমি ফেল করিনি।  আমি স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি, সেবা করতে চাই আপনাদের। সাবেক মেয়র আনিসুল হক অনেক কাজ করেছেন, বর্তমানে কে কী করেছেন, সেই সমালোচনা করতে চাই না।  তার কাজগুলো আমি আরও টেকসই করবো। আশা করি জনগণ আমাকে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেবে। আমি ডেঙ্গুকে বন্ধ করে দেবো ইনশাল্লাহ।’

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!