X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যেখানে জীবন বাঁচে না সেখানে মামলার ভয় করে লাভ কী: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৩আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৯

প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আদালত ও প্রধানমন্ত্রীর কার্যালয় একই পথে চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা জরুরি। সেই চিকিৎসা দেশ-বিদেশের যেখানেই হোক মুক্ত অবস্থায় হতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও আদালত যেখানে এক বিশ্বাসে চলে, সেখানে সাধারণ মানুষের বিচার পাওয়ার সুযোগ থাকে না। এসব কথা বললে আদালত অবমাননার মামলা হবে। যেখানে জীবন বাঁচে না সেখানে মামলার ভয় করে লাভ কী?’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও খালেদা জিয়ার মুক্তি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘যে চিকিৎসা আমি পাবো না, যে চিকিৎসা দিলে আমার ক্ষতি হতে পারে এবং সেই ক্ষতি পূরণ হওয়ার ব্যবস্থা যেখানে নেই; সেখানে চিকিৎসার জন্য আমি সম্মতি দেবো কেন?’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সহ্য-ধৈর্যের একটা সীমা থাকে। আমার মনে হয় সেই সীমা শেষ পর্যায়ে, অর্থাৎ আমাদের পেছনে দেয়াল, পেছানোর জায়গা নেই। তাই এখনই সতর্ক হতে হবে। দেশ, দেশের গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যেখান থেকেই ডাক আসুক, এগিয়ে যেতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজ ভারতবর্ষে গণতন্ত্র থাকলেও বাংলাদেশে উধাও। তবে ভারতে যদি গণতন্ত্র না থাকে, বাংলাদেশে থাকার প্রশ্নই আসে না। কারণ, এ দেশের বর্তমান শাসকরা তাদের সহযোগিতায় টিকে আছেন।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত অনেক দিবস নির্ধারিত হয়েছে। আসুন আমরা আরেকটা দিবস নির্ধারণ করি। যে দিবস হবে বাংলাদেশকে রক্ষা করার দিবস, গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার দিবস।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী