X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মোদির আগমনকে স্বাগত জানাবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ১৫:১৬আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৫:২৩

জাতীয় পার্টি মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী সরকার নির্ধারিত কর্মসূচিকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদেরও দলটির পক্ষ থেকে স্বাগত জানানো হবে। রবিবার (৮ মার্চ) দলটির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক জাতির সামনে একজন আদর্শ নেতার প্রয়োজন; যার কর্মময় জীবন জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিকগুলো থেকে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। বঙ্গবন্ধু কোনও দলের একক সম্পদ নয়; তিনি দলমত নির্বিশেষে পুরো বাঙালি জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে তার মতো নেতৃত্ব কেউ কখনও দিতে পারেনি।

এতে বলা হয়, বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় অর্জন স্বাধীন দেশের অভ্যুদয়। এ অর্জনে প্রতিবেশী ভারতের জনগণ ও সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আহার-বাসস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের দেশ ও জাতির ভারতীয় জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো কর্তব্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সব সফরসঙ্গীদের আমরা স্বাগতম জানাবো। মুজিববর্ষ উপলক্ষ্যে মোদির আগমন ঘটলে আমরা আনন্দিত হবো। তার সফর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুদেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন