X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনা: তথ্য সংগ্রহে বিএনপি

সালমান তারেক শাকিল
০৭ মে ২০২০, ২৩:২০আপডেট : ০৭ মে ২০২০, ২৩:৪৮

 

বিএনপি

করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কোভিড-১৯ এ আক্রান্ত বা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া, ত্রাণ বিতরণ, বিতরণে ত্রুটি ও এ সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করে গণমাধ্যমে প্রচার করবে দলটির একটি বিশেষ সেল।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে অনুষ্ঠিত বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের সভায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে সারাদেশে দলের সাংগঠনিক সম্পাদকদের প্রধান করে ১০টি বিভাগীয় কমিটিও গঠন করেছে বিশেষ এই সেল।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুইটায় বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের সভা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভায় দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। এই বিভাগীয় কমিটিকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে জেলা, উপজেলা পর্যায় থেকে রিপোর্ট সংগ্রহপূর্বক জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের কাছে প্রেরণের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে সেলের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে আমাদের সেলের প্রথম বৈঠক হয়েছে। আমাদের সেলের কার্যক্রম ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ১০টি বিভাগীয় কমিটি গঠন করেছি, আমাদের দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের প্রধান করে।’  তিনি জানান, সামাজিক দূরত্ব কার্যকরভাবে প্রতিপালন করে সেলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় আমরা অনেক তথ্য বিভ্রাট দেখতে পাচ্ছি। গণমাধ্যমেও কিছু উঠে আসছে। সরকার যে তথ্য দিচ্ছে, অনেকক্ষেত্রে মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য হচ্ছে না। যে কারণে গুজব ছড়াচ্ছে, নানা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সেই বিবেচনায় দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব এই বিষয়ে ভূমিকা রাখার। আমরা বিভাগীয় পর্যায়ে কিছু বিষয় উল্লেখ করে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি।’

কী কী বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে, এমন প্রশ্নের জবাবে সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত, আক্রান্তদের সেবা নিশ্চিত হচ্ছে কিনা, ত্রাণ বিতরণ করা হচ্ছে সরকারিভাবে, সেই বিতরণে কোনও ত্রুটি আছে কিনা— এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ পায়নি অনেক মানুষ, অনেক স্থানে বিক্ষোভের খবরও আসছে।’

ইকবাল হাসান বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের পর থেকে বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীরা তাদের সামর্থ্য নিয়ে ত্রাণ বিতরণ করেছে। এই বিতরণ আরও চলবে। এটাতেও মনিটরিং করা, ঠিকঠাক বিতরণ হচ্ছে কিনা। করোনা আক্রান্তের সংখ্যা যা বলা হচ্ছে, তা নিয়ে সন্দেহ আছে মানুষের। আমরা এই মহামারি মোকাবিলায় যেন স্বচ্ছতা তৈরি হয়, সে কারণেই এই উদ্যোগ। একইসঙ্গে সরকারি তথ্য সমৃদ্ধ করতেই ফিল্ড থেকে তথ্য নিয়ে আসবো। গ্রাম লেবেল থেকে তথ্য এনে আমরা তা প্রচার করবো।’

বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী বিতরণকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেছেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সরকারের দেওয়া তথ্য-উপাত্ত সঠিক নয়। এই বিষয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। সরকারের তরফ থেকে করোনাভাইরাসে আক্রান্ত, অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ডাটাগুলো দেওয়া হচ্ছে, তাতে মনে হয়েছে বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না।

তথ্য নিয়ে অন্য কোনও বিভ্রাট সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা, এমন প্রশ্ন ছিল করোনাবিষয়ক কেন্দ্রীয় সেলের অন্যতম সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের কাছে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমরা তো তথ্য বানাবো না। গ্রাম পর্যায়ে, ইউনিয়ন-উপজেলা-ওয়ার্ড পর্যায় থেকে ইনফরমেশন কালেকশন করবো। আমাদের সংগঠন সুদূর গ্রাম পর্যন্ত বিস্তৃত। সঠিক তথ্য দিয়ে আমরা কাজ করবো। এতে বরং জনগণের সুবিধা হবে। এগুলোও ম্যানেজমেন্টের কাজে লাগবে এবং গাইডলাইন হিসেবে কাজে লাগাতে হবে। ল্যাপস অ্যান্ড গ্যাপ কভার করা। সমন্বিতভাবে যেন রিচ করা যায়, দ্যাটস শুট বি দ্য টার্গেট।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিএনপির করোনাবিষয়ক জাতীয় সেলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন— সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. হারুন উর রশিদ, ডা. আব্দুস সালাম, ডা. রফিকুল ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ