X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ২১:২৫আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৫৩

বিএনপি নিয়মিত বৈঠকের অংশ হিসেবে স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে পাঁচটা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠকটি চলে। ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন থেকে যুক্ত থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে সুনির্দিষ্ট একটি বিষয়সহ আনুষঙ্গিক কয়েকটি বিষয় নিয়ে আলাপ হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েকজন অংশ নেন।
স্থায়ী কমিটির একাধিক সূত্র জানায়, ভার্চুয়াল বৈঠকে একটি সুনির্দিষ্ট বিষয়ে ডিসকাশন হয় অধিকাংশ বিষয়। এছাড়া, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত, করোনা পরিস্থিতি ও দলের করোনা সেলের কার্যক্রমের পাশাপাশি একাধিক গণমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, এসবের প্রতিক্রিয়া দেন সদস্যরা। এতে সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
একটি দায়িত্বশীল সূত্র দাবি করে, খালেদা জিয়ার লন্ডনযাত্রা বা তার চিকিৎসার বিষয়ে গত কয়েকদিনে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সে সবের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে চিন্তা করছেন শীর্ষ নেতৃত্ব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু কিছু জায়গায় যেভাবে ম্যাডামের বিষয়ে খবর এসেছে, এগুলো পুরোপুরি মিথ্যা। আমাদের মধ্যে আলোচনা তো নেই, এমনকি পরিবার এখনও পরবর্তী কিছু নিয়ে আলোচনা করেননি।’ তবে, বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির এ সদস্য দলের মহাসচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে জানতে চাইলে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে জানান, স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়েছে। বৈঠকের বিষয় ও সিদ্ধান্তগুলো নিয়ে দুয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন তিনি।
দলের স্থায়ী কমিটির একজন সদস্য দাবি করেন, বৈঠকে করোনা বিষয়ক বড় কোনও আলোচনা হয়নি। বিশেষ করে প্রাসঙ্গিকভাবে দু-একজন সদস্য কথা বললেও মূল আলোচনা ছিল অন্য বিষয়ে। দলের মহাসচিব এ বিষয়ে ব্রিফ করবেন বলে জানি।’

/এসটিএস/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!