X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন ওলামা দলের নেতা মাওলানা দ্বীন মোহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ২০:২৮আপডেট : ১৯ জুন ২০২০, ২০:৪৬

মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী

বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) সকাল ৯-৫০ মিনিটে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, মাওলানা দ্বীন মোহাম্মদের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি-আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল থেকে মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী জাতীয়তাবাদী ওলামা দলকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। এছাড়া, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামেও ছিল তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা।’ বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শায়রুল কবির খান জানান, মাওলানা দ্বীন মোহাম্মদ বিএনপির দুর্যোগকালীন নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি বলেন, ‘উলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা কাশেমী এক-এগারোর সময় রাজনৈতিক সংকটে তার ভূমিকা অনন্য ছিল। ওই সময় রাজনৈতিকভাবে প্রথমবারের মতো জাতীয় প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভার উদ্যোগ নিয়েছিলেন মাওলানা কাশেমী। 

বিএনপিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে

শায়রুল কবির খান জানান, বিএনপির নেতাকর্মীদের মধ্যে এখন পর্যন্ত প্রথম সারির কোনও নেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর না পাওয়া গেলেও সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে। নতুন করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপির সভাপতি আলী আজগর ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর  খন্দকার আশফাক নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত ১৩ জুন বিএনপির মহাসচিব জানিয়েছিলেন, সেদিন পর্যন্ত তাদের কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন এবং ৫৬ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ