X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ক্ষমতাসীনদের এজেন্টরাই বাসে অগ্নিসংযোগ করেছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ২৩:১৩আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৬:৩৭

বিএনপি

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিকভাবে কয়েকটি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাকে ‘অত্যন্ত ন্যক্কারজনক ও রহস্যজনক এবং একইসঙ্গে উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেছে বিএনপি। দলটি অভিযোগ করেছে, প্রকৃত অর্থে ক্ষমতাসীনদের এজেন্টদের দিয়ে এই ঘটনা ঘটিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশল নিয়ে সরকার এসব করেছে। যারা ভোট ডাকাতি করেছে, তারাই ষড়যন্ত্র করে এসব কাণ্ড করছে। অতীতেও তারা একই কাজ করেছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব অভিযোগ করেন।

প্রিন্স বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। বিএনপি এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।’

এদিকে, রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় বাস পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার হরণের চিত্র আড়াল করার লক্ষ্যে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ক্ষমতাসীন দলের ক্যাডারদের দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। সরকার এসব দুষ্কর্মের মাধ্যমে আগের মতোই বিএনপিকে হেয় প্রতিপন্ন করা, এর দায়-দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে, মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে হয়রানি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সুস্পষ্ট ভাষায় বলতে চায়, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে বিএনপি কখনোই জড়িত নয়। বিএনপি ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতিতে নয়, বরং জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজনীতি করে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী