X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এখনও কাউন্সিলের ভেন্যু পায়নি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৪

মির্জা ফখরুল আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য ষষ্ঠ কাউন্সিলের জন্য এখনও কোনও ভেন্যুর অনুমতি পায়নি বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, ‘আগামী ১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিলের জন্য তিনটি ভেন্যুর যে কোনও একটি পেতে সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনও চিঠিরই জবাব পাইনি। এর মধ্যে বসুন্ধরা কনভেশন সেন্টারের জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের কাউন্সিল অধিবেশনে তিন হাজার কাউন্সিলরের জন্য বড় হলরুম প্রয়োজন। এজন্য বঙ্গবন্ধু কনভেশন সেন্টারে অনুমতি পেলে আমাদের ভালো হয়। আশা করছি কর্তৃপক্ষ আমাদের সেখানে অনুমতি দেবে। এছাড়া সবশেষ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে টার্গেটে রেখেছি, আশা করি আমরা অনুমতি পাব।’
বিএনপির জেলা সম্মেলনগুলোতে বাধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় কাউন্সিলের আগে আমরা বিভিন্ন জেলা ও উপজেলা সম্মেলন শুরু করেছি। আশা করি আসন্ন কাউন্সিলের আগে আমরা অধিকাংশ জেলা সম্মেলন শেষ করতে পারব। এজন্য বেশ কয়েকটি কমিটি করে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতারা জেলাগুলো সফর করছেন। কিন্ত আমাদের কাছে হল ভাড়া দেওয়া হচ্ছে না। নানা প্রতিবন্ধকতার মধ্যেই আমরা কাজগুলো শেষ করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।
/এসটিএস/এসএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!