X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘রাজনৈতিক দলগুলো চুপ থাকলে রোহিঙ্গা-গণহত্যা বন্ধ হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ০০:৩৮

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি

মিয়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তুদের রক্ষায় গণতান্ত্রিক শক্তিগুলো নিশ্চুপ থাকলে এই গণহত্যা বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নীরব থাকলে সীমান্তেও স্থায়ী নৈরাজ্য তৈরি হবে। এ ব্যপারে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ, প্রতিবেশী দেশসমূহ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান এ সমন্বয়ক মনে করেন, অন্যথায় মৌলবাদী শক্তিগুলো এই সুযোগ গ্রহণ করবে এবং দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হবে।

বৈঠকে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মিয়ানমারে জাতিগত সহিংসতার চিত্র তুলে ধরে বলেন, অং সান সুকির নীরবতা গণহত্যাকে অনুমোদন করার শামিল। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানবিক দায়িত্ব- রোহিঙ্গাদের রক্ষায় ব্যবস্থা নিতে মিয়ানমারকে চাপ দেওয়া। বাংলাদেশ এই দায়িত্ব পালন না করলে একাত্তরের শরণার্থীদের প্রতি অবমাননা করা হবে। 

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, শরণার্থী হিসেবে আশ্রয় না দিলে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করবে। ফলে তাদেরকে শনাক্ত করা ও ফেরত পাঠানো আরও কঠিন হবে।

অধ্যাপক স্বপন আদনান বলেন, রোহিঙ্গা উদ্বাস্তুরা একদিকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে তাদেরকে সস্তায় শ্রমিক হিসেবে ব্যবহার করছে মাছ ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীরা। 

অধ্যাপক তানজিম উদ্দীন খান বলেন, অভিবাসন একটা বাস্তবতা। কয়েকশ’ বছর ধরে যারা মিয়ানমারে বাস করছেন, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও যুক্তি থাকতে পারে না।

অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা তার বক্তব্যে উদ্বাস্তু হিসেবে ভারতে যেতে বাধ্য হবার স্মৃতিচারণ করে বলেন, নাগরিকত্বহীন রোহিঙ্গাদের পরিস্থিতির অভিজ্ঞতা পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠীগুলোর রয়েছে। 

অরূপ রাহী বলেন, প্রতিটি জাতির তার নিজের পরিচয়েই বাস করার, নাগরিকের অধিকার পাবার অধিকার রয়েছে। রোহিঙ্গাদের এই অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। 

সভায় দলের নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম লিখিত প্রস্তাব উত্থাপন করেন। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর নেতা শুভ্রাংশু চক্রবর্তী, অধ্যাপক তানজিমউদ্দীন খান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি'র কেন্দ্রীয় নেতা আবদুল্লাহিল কাফি রতনসহ বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

/এসটিএস/এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু