X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘সুন্দরবন রক্ষা’য় ৩০ জানুয়ারি ছাত্রজোটের ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১৭:২০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪৮

 

সংবাদ সম্মেলনে  প্রগতিশীল ছাত্রজোটের নেতারা সুন্দরবন রক্ষায় আগামী ৩০ জানুয়ারি সোমবার ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয় বামছাত্র সংগঠনগুলোর এই জোট।

জোটের সমন্বয়ক ইকবাল কবীরের সভাপতিত্বে এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতারাসহ প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।

আশরাফুল আলম সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ছাত্রসমাজ দেশবিরোধী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেবে না। তার দাবি, পার্শ্ববর্তী দেশের সরকারের চাওয়া পূরণ করতে সরকার মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সুন্দরবনকে নষ্ট করতে চায়।

উল্লেখ্য, সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে গত ২৬ জানুয়ারির অর্ধদিবস হরতালে শাহবাগে ছাত্রদের ওপর টিয়ারশেল, জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ ওইদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সভাপতি কাকন বিশ্বাস ও ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজিরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

/এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে