X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিক্ষোভে সু চির কফিনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০

মিয়ানমারের পতাকা ও সু চির কফিনে আগুন রোহিঙ্গা সংকটের জন্য দায়ী করে মিয়ানমারের পতাকা ও দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির প্রতীকী কফিনে আগুন দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে দলটি। খেলাফত আন্দোলন ছাড়াও হেফাজতে ইসলামসহ বেশ কিছু ধর্মভিত্তিক বিক্ষোভ করে। 

বিক্ষোভ মিছিল শেষে মিয়ানমারের পতাকায় আগুন দেওয়া হয় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে মিয়ানমারের পতাকা ও সু চির প্রতীকী কফিনে আগুন দেয়। মিছিলে অংশ নেন দলটির মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির  মুজিবুর রহমান হামীদি, যুব বিষয়ক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মহিউদ্দিন প্রমুখ।

মিয়ানমারের পতাকার পর আগুন দেওয়া হয় সু চি’র প্রতীকী কাফনে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ করে রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নেওয়ার দাবি জানায়। ইসলামী ঐক্য আন্দোলনের আমির মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্য হতে রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধনযজ্ঞের কারণে মিয়ানমার সরকারের নিন্দা করায় আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে মানব সভ্যতার বিরুদ্ধে মিয়ানমার সরকারের এতবড় জঘন্য অপরাধের বিরুদ্ধে নিন্দা জানানোই যথেষ্ট হবে না। বরং তার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক,বাণিজ্যিক ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গা মুসলমানদের তাদের পূর্বপুরুষের ভিটে-মাটিতে ফিরিয়ে নেওয়া এবং নাগরিকত্ব ফিরিয়ে দিতে বাধ্য করতে হবে।’

খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিলে জ্বলছে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা সু চি’র প্রতীকী কফিন বিক্ষোভে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, গঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মাহফুজুর রহমান,অফিস সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী