X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা যুদ্ধ ঘোষণার শামিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ১৮:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫

বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ ইসহাক (ছবি: সংগৃহীত) খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা বিশ্ব মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।’ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরায় কেসি কনভেনশন সেন্টারে উলামা সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

মাওলানা ইসহাক মনে করেন, এই ঘোষণার মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ‘ট্রাম্পের চাপিয়ে দেওয়া এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের বিকল্প নেই। সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওআইসি কর্তৃক জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণাকে আমরা স্বাগত জানাই।’
অনুষ্ঠানে ছিলেন দলটির মহানগরী সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, শায়খুল হাদিস শেখ আজিম উদ্দিন, নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহদ আলী কাসেমী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার বিক্ষোভ মিছিল (ছবি: সংগৃহীত) এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে শুক্রবারের সম্মেলন শেষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে উত্তরা কেসি কনভেনশন সেন্টারের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এদিন ঢাকা ছাড়াও সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে খেলাফত মজলিসের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই