X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তান জুলুম করেছিল, সংগ্রাম ছিল জালেমের বিরুদ্ধে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ২১:৩৭আপডেট : ২৬ মার্চ ২০২২, ২১:৩৭

স্বাধীনতা সংগ্রাম ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। পাকিস্তান আমাদের ওপর জুলুম করেছে।  শনিবার (২৬ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, স্বাধীনতা যুদ্ধে সকল ধর্মের মানুষ অংশ নিয়েছিল। একটি  মহল এ যুদ্ধকে অন্যভাবে আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। দেশের মানুষ সজাগ রয়েছে। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির বলেন, স্বাধীনতা অর্জন করলেও দেশের মানুষ  ভোগ করতে পারছে না। দুর্নীতির কষাঘাতে মানুষ জর্জরিত। সরকার দুর্নীতি বন্ধ করতে পারছে না। দুর্নীতি নির্মূল করতে পারলে জিনিসপত্রের দাম ও গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না।

তিনি দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ  কারাবন্দি নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

আলোচনা শেষে  স্বাধীনতা সংগ্রামে শাহাদাত বরণকারী ও আহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দলটির মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া প্রমুখ।

 

 

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া