দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলডিপির মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা দলের নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার (১২ মে) দলের শতাধিক নেতাকর্মীর দলত্যাগের ঘটনায় মিষ্টি খেয়েছেন সংগঠনটির অনুসারীরা।
শুক্রবার (১৩ মে) রাজধানীর হাতিরঝিল এলাকায় এলডিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সাধারণ নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
সদ্য পদত্যাগকারীদের বিষয়ে এক প্রতিক্রিয়ায় এলডিপি যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি বলেন, ‘কমিটি বাণিজ্য, টাকা আত্মসাৎ, অবৈধ প্রবাসীদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে এলডিপি প্রেসিডেন্টের স্বাক্ষর নকল করে পদ প্রদান, অনুষ্ঠানে খরচের নামে দীর্ঘদিন ধরে দলের টাকা আত্মসাৎ, বিভিন্ন অনুষ্ঠানের ফান্ড কালেকশনের নামে চাঁদাবাজি, পার্টি ও অনুষ্ঠানের হল ভাড়া নেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত দল ত্যাগ করা এই প্রতারক চক্র।’
তিনি উল্লেখ করেন, ‘তারা দীর্ঘদিন এলডিপি নেতা পরিচয় দিয়ে অপকর্ম করে আসছিল। বিষয়গুলো জানাজানি হওয়ায় জনরোষ থেকে বাঁচতে তারা এলডিপি ছেড়েছে। এই প্রতারক চক্র এলডিপি ছাড়ায় দলের সব নেতাকর্মীরা খুশি। জেলায় জেলায় মিষ্টি বিতরণ চলছে।’
গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপিকা কারিমা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।