X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী

এবারের লড়াই হবে গণতন্ত্র প্রতিষ্ঠার: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৮:০৫আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৮:১৭

সাংগঠনিক তৎপরতার দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ৭ বছর পালন করেছে গণসংহতি আন্দোলন। এ উপলক্ষে সোমবার (২৯ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধে মুক্তি-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘২০০২ সালে গণসংহতি আন্দোলন যাত্রা শুরু করে গণমানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দাবিকে এগিয়ে নিতে আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে সচেষ্ট থেকেছি। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে গণমানুষের পক্ষে এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে গণসংহতি আন্দোলন।’

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা যখন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি, তা আসলে এই শাসন ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম। এবারের লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এবারের লড়াই এমনভাবে গড়ে উঠবে, যার মধ্য দিয়ে দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে। জবাবদিহি প্রতিষ্ঠা করা যাবে। জনগণের শাসন প্রতিষ্ঠা করা যাবে।’

নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘বর্তমানে যে সরকার জনগণের অধিকার হরণ করে শাসন কায়েম করেছে, তাদের বিদায় নিতে হবে। সেজন্য জনগণের বৃহত্তর ঐক্য গঠনের প্রক্রিয়ায় আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি। অন্যান্য দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের বৃহত্তর ঐক্য তৈরি করতে চাই।’

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, দীপক রায়, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মোল্লাসহ বিভিন্ন থানা কমিটির নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির সূচনা হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মুক্তি-সংগ্রামের শহীদদের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে গণসংহতি।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বান্দরবানে সশস্ত্র তৎপরতা জাতীয়-জননিরাপত্তার জন্য হুমকি: গণতন্ত্র মঞ্চ
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
বাজার সিন্ডিকেটের দায় বিরোধী দলের ওপর চাপাতে চায় সরকার, অভিযোগ জোনায়েদ সাকির
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি