X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘বি. চৌধুরীকে বহিষ্কার করার সুযোগ পায়নি বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি  বলেছেন, ‘বিএনপি বি. চৌধুরীকে বহিষ্কার করার সুযোগ পায়নি। তিনিই বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে ভিন্নধারার রাজনৈতিক দল বিকল্পধারা প্রতিষ্ঠা করেন।’ 

শনিবার (৩ সেপ্টেম্বর) দলের দুদিনব্যাপী বর্ধিত সভা শেষে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিকল্পধারার মধ্য বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। পরে সভা মুলতবি ঘোষণা করা হয়। আজ বিকাল ৩টায় পুনরায় সভার কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ভার্চুয়ালি পুরো বর্ধিত সভার কার্যক্রম প্রত্যক্ষ করেন।

বিকল্পধারাকে একটি প্রতিবাদী দল উল্লেখ করে আবদুল মান্নান বলেছেন, ‘বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার প্রতিবাদ করেই আমরা বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারা গঠন করেছিলাম। বিকল্পধারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও দেশ ধ্বংসের রাজনীতি চায় না।’

মান্নান বলেন, অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী তার নীতি-আদর্শ রক্ষায় কখনও আপস করেননি। বিএনপি তাকে অন্যায়ভাবে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি নীতি আদর্শ  বিসর্জন না দিয়ে এবং কোনও সাংবিধানিক সংকট সৃষ্টি না করে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

বর্ধিত সভায় বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, ভূদেব চক্রবর্তী, মাহমুদা চৌধুরী, ওবায়েদুর রহমান মৃধা, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বি. চৌধুরীর পক্ষে তার মেয়ে ডা. শায়লা চৌধুরী, বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!