X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভোটাধিকার ও গণতন্ত্রের কুলখানি করেছে আ.লীগ: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৮:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮:০৪

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হক বলেছেন, ‘দেশে এখন যে আন্দোলন গড়ে উঠেছে, মানুষের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র মঞ্চ ভূমিকা রেখেছে। দেশে ভোটাধিকার গণতন্ত্রের কুলখানি করেছে আওয়ামী লীগ। তারা বলে তাদের নেতৃত্বে নাকি আবার আরেকটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এই কথা শুনুলে মানুষতো দূরের কথা গাধাও হাসবে।’

মঙ্গলবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চ  আয়োজিত ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণঅভ্যুথানের পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘কিছুদিন আগে ব্যবসায়ীদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে ব্যবসায়ীরা বলেছেন, তারা আবার তাকে ক্ষমতায় দেখতে চান। এরা কারা? এরা হচ্ছে ব্যাংক লুটেরা, টাকা পাচারকারী দুর্বৃত্ত। লুণ্ঠনতন্ত্রকে ক্ষমতার সঙ্গে এক করে ফেলা হয়েছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করেনি।  কেবল নাম বদলেছে। এসবই করা হয়েছে বিদেশিদের চাপে। এটি একটি আই ওয়াশ। অথচ আমরা পুরো আইনের বাতিল চেয়েছিলাম।’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘সরকার শান্তি সমাবেশের নামে অশান্তি করতে নামে। তারা লাঠিসোটা, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে পথে নামে। এই অস্ত্র তারা পায় কই?’ 

তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। তাই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা ছাড়া বিকল্প কোনও পথ নাই।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশের রাজনীতিতে স্বতন্ত্র ও বিকল্প শক্তি হিসেবে গণতন্ত্র মঞ্চ দাঁড়াতে চায়। বর্তমানে যে দুঃশাসন চলছে, এটা ১৯৭২ সাল থেকে ৭৫ সাল অব্দি ছিল। পরে শান্তির লক্ষ্যে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। আজ  যারা কর্তৃত্ববাদী সরকারের দুঃশাসনকে সমর্থন করছেন, জনগণের হাত থেকে তারা রেহাই পাবেন না।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এক বি‌লিয়ন ডলার সিঙ্গাপু‌রে পাচার ক‌রে‌ছে এস আলম গ্রুপ। এত অল্প সম‌য়ে এত টাকা এস আল‌ম গ্রু‌পের প‌ক্ষে আস‌লে কি আয় করা সম্ভব? এই ঘটনা  তদন্ত করার জন‌্য দুই মাস সময় দেওয়া হ‌য়ে‌ছে। কেন তদন্ত কর‌তে দুই মাস দরকার। এই দুই মা‌সে কি তাহ‌লে কাগজ পত্র তৈ‌রি করা হ‌বে যে, ওটা পাচার ছিল না বরং বৈধ ছিল? আস‌লে এই সরকার লু‌টেরা‌দের সব‌চে‌য়ে বড় পৃষ্ঠ‌পোষক।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘দেশের রাজনীতিতে গণতন্ত্র মঞ্চের একটা ইতিবাচক ভূমিকা আছে। দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন না। অনেক জোটই এই কাজ করেছে। কিন্তু তাদের সঙ্গে মঞ্চের পার্থক্যটা হলো— মঞ্চ প্রথম সরকার বদলের বিষয়টি সামনের আনার উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে বাংলাদেশে শাসনব্যবস্থা বদলের রাজনীতি যারা করছেন, তারা আমাদের এই কৌশলকে মেনে নিয়েছেন।’

তিনি বলেন, দেশের রাজনীতিতে এখন পরিবর্তনটা অনিবার্য। শেখ হাসিনা এবং তার সরকারকে ক্ষমতা থেকে যেতেই হবে।’

/এএজে/ এপিএইচ/
সম্পর্কিত
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
নৌকা নিয়ে সরকারের এখন মানুষের কাছে যাওয়ার সাহস নেই: আমির খসরু
বিএনপির দিকে তাকিয়ে নেতারাআন্দোলন পুনর্গঠনে সরকারবিরোধী দল ও জোট
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ