X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিছুই করতে পারেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯

‘রোহিঙ্গা প্রত্যাবাসন’ বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘রোহিঙ্গা সংকটকে যেভাবে আন্তর্জাতিকীকরণ করার দরকার ছিল, এই সরকার তার কিছুই করতে পারে নাই। এই সরকার ভারতের সঙ্গে, চীনের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের কথা বলে। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনে এই দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সামান্যটুকুও এই সরকার ব্যবহার করতে পারে নাই। ভারত, চীন; এমনকি রাশিয়াও রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে মিয়ানমারের বন্ধু, বাংলাদেশের না।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অরক্ষিত সীমান্ত’-এর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ‘ক্ষমতা নবায়ন করার সঙ্গে সঙ্গে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে কদমবুসি করতে গিয়েছেন। তারা যে ক্ষমতায় আছেন, এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছেন। এজন্য ভারত আজ আমাদের দেশের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি নিজেদের বলে দাবি করছে। পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন— টাঙ্গাইল শাড়ি খুবই ক্ষুদ্র একটা ইস্যু। আমরাতো অনেক বড় ইস্যুর সমস্যা সমাধান করে ফেলেছি।’

ভারতের কাছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশের কোনও স্বার্থের প্রশ্ন করতে পারেননি অভিযোগ করে জোনায়েদ সাকি বলেন, ‘সীমান্তে আমাদের বিজিবি হত্যা করা হয় কিন্তু প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আজকে আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যের স্বার্থ, বাংলাদেশের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যতরকম স্বার্থ আছে, সেগুলো তারা বলতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিরোধী দল দমন করা পাকিস্তানের আমলের মতো হয়ে গেছে। বিরোধীদল সহ্য করার মতো ন্যূনতম ক্ষমতা আওয়ামী লীগের নাই।’

বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এ সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত দেশের কোনও উন্নতি হবে না। এ সরকার ভোট নিয়ে মিথ্যা কথা বলে, দেশ নিয়ে মিথ্যা কথা বলে, রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। দেশের সমস্ত জায়গায় আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট করছে। বিএনপির কোনও লোক তো সিন্ডিকেট করছে না। আমাদের লড়াই আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা নয়, আমাদের লড়াই হলো জনগণকে সুন্দর একটা দেশ উপহার দেওয়া।’

তিনি আরও বলেন, ‘সরকার বলে আমরা নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যদি তা-ই হয় তাহলে টিসিবি, ওএমএসের ট্রাকের পিছনে বুভুক্ষু মানুষের হাহাকার কেন? এই সরকার ক্রমাগত মিথ্যা কথা বলে। তারা মিথ্যা কথা বলে ক্ষমতায় থাকতে চায়।’ 

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘যদি ভারত থেকে অস্ত্র কেনা হয় তাহলে আজকে সীমান্তে যে ঘটনা ঘটছে সেটা আরও ঘটবে। সরকার বাংলাদেশের বিচার বিভাগ শেষ করেছে, সেনাবাহিনীকে শেষ করছে, বিজিবিকে শেষ করেছে। আর বাংলাদেশকে একটা অরক্ষিত দেশে হিসেবে পরিণত করেছে।’

এসময় সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে