জাতীয় পার্টি (জাপা) ঘোষিত মহাসমাবেশ কর্মসূচির বিপরীতে শনিবার (২ নভেম্বর) সারা দেশে জাপা ও আওয়ামী লীগের অফিসের সামনে প্রতিবাদ-প্রতিরোধ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় রাজধানীর বিজয়নগরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ কর্মসূচি ঘোষণা করেন। কিছুক্ষণ অবস্থানের পরে তারা সেখান থেকে চলে যান।
এসময় বিন আমীন মোল্লা বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তারা আজকে যে দুঃসাহস দেখিয়েছে, এর ক্ষমা হতে পারে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তাদের যে সকল দোসর রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠন এবং জাতীয় পার্টির সকল কার্যালয়কে জুলাই-আগস্টের শহীদদের স্মৃতি সংগ্রহাগার করা হবে। সারা দেশে বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র-জনতারা এই কাজ করবেন। কেউ যদি আপনাদের বাধা দিতে আসে, তাহলে আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিকে যেভাবে জবাব দেওয়া হয়েছে, সেভাবে জবাব দেবেন।
জাতীয় পার্টি ঘোষিত শনিবারের (২ নভেম্বর) মহাসমাবেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার র ও আওয়ামী লীগ লোকবল ও অর্থ দিয়ে সহায়তা করছে— দাবি করে বিন ইয়ামিন মোল্লা বলেন, ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার এই চক্রান্ত আমরা নস্যাৎ করে দেবো। সেদিন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা 'ফ্যাসিবাদ প্রতিরোধ' কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি পালন হবে পার্টি অফিসের সামনে, আওয়ামী লীগের অফিসের সামনে। সারাদেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন এবং জাতীয় পার্টির অফিসের সামনে কর্মসূচি পালন করা হবে। আজকে আমাদের উপর যে হামলা হয়েছে, এখানে সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগের গুন্ডা-পান্ডারা। জাতীয় পার্টির সঙ্গে মিলে তারা এসব চক্রান্ত করছে।
আরও পড়ুন: