X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
খেলাফত মজলিসের ইফতার মাহফিল

রাজনীতিতে পরাজিত শক্তির পুনর্বাসিত হওয়ার আশঙ্কা মামুনুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৫, ২২:১৮আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২২:১৮

বাংলাদেশের রাজনীতিতে পরাজিত শক্তি পুনর্বাসিত হয়ে যায় কিনা সে আশঙ্কা ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সব রাজনৈতিক দলের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে দেশকে পুনর্গঠনের যুদ্ধে আমরা বিজয়ী হতে চাই।

শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে রাজনীতিবিদ, কূটনৈতিক, ওলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। অতিথিদের পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আমরা আস্থা রাখতে চাই। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সংস্কারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছে এবং এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছে। আমরা আশা করছি এর মাধ্যমে আগামীতে দেশে বহুদল ও মতের সম্মিলনে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠবে।

মাওলানা মামুনুল হক বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ কখন‌ই কোনও ইসলামবিরোধী কালচার মেনে নিতে পারে না। ইতোমধ্যে একজন রূপান্তরিত পুরুষকে অদম্য নারী হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিয়ে বাংলাদেশের কৃষ্টি-কালচারকে অবমাননা করা হয়েছে। সেখান থেকে কিছুটা চিন্তার ভাঁজ আমাদের কপালে পড়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনও উন্নত ও স্থিতিশীল রাষ্ট্রে মানবাধিকার অফিস কেউ করতে দেয়নি। আমেরিকা ও দেয়নি ভারত‌ও দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয় দেশের মানুষ তাকে কঠোর হস্তে দমন করবে।

তিনি বলেন, দীর্ঘদিন দেশের মানুষকে নিজ দেশে পরবাসীর মতো জীবনযাপন করতে হয়েছে। মুক্ত অবস্থায়ও বন্দিত্বের অভিশাপ নিয়ে চলাফেরা করতে হয়েছে। অগণিত রাজনৈতিক নেতাকর্মী গুম-খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অনেককে ফেরারি জীবনযাপন করতে হয়েছে। শুধু রাজনীতি করার অপরাধে হাজার হাজার নেতাকর্মীকে বনবাদাড়ে ঘুরে বেড়াতে হয়েছে। ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ওপর চেপে বসা স্বৈরাচারী রেজিমকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছে।

মামুনুল হক বলেন, ২০০৯ সালের পিলখানা ট্রাজেডিতে ৫৭ জন সেনাকর্মকর্তার শাহাদাৎ, ২০১৩ সালে শাপলা চত্বরে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলামের নেতাকর্মী, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াতসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনে শাহাদাত বরণকারী অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মী, ২০২১ সালে  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে তৎকালীন রাষ্ট্রীয় বাহিনী সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের ২৫ নেতাকর্মী ও সর্বশেষ ২০২৪-এ অসংখ্য মানুষ শহীদ হন। তিনি তাদের মাগফেরাত কামনা করেন।

আছিয়াসহ সকল ধর্ষণের বিচার দাবি করে তিনি বলেন, আইনের অনেক ফাঁকফোকর রয়েছে। অনেক ছোট-খাটো বিষয়কে এসব আইনের সাথে গুলিয়ে ফেলে কঠোরতর অপরাধকে হালকা করে ফেলা হচ্ছে। নারী, শিশু ও সমাজের দুর্বল মানুষদের নিরাপত্তা নিশ্চিতে আইনি ব্যবস্থা নিতে হবে।

ইফতারে অংশগ্রহণ করেন যারা

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী,  এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুফতি মনীর হোসাইন কাসেমী, হাব-এর সহসভাপতি মাওলানা নূর মুহাম্মাদ, মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা রুহুল আমীন সাদী প্রমুখ।

কূটনৈতিকদের মধ্যে চীন, ইরান, পাকিস্তান ও আফগানিস্তান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত  ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী,  মাওলানা হেলালুদ্দীন, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন,  খেলাফত যুব মজলিস সভাপতি জাহিদুজ্জামান,  খেলাফত ছাত্র মজলিস সভাপতি আব্দুল আজীজ, খেলাফত শ্রমিক মজলিস সভাপতিসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

/এমকে/এমএস/
সম্পর্কিত
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার হোসেন
সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার হোসেন
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’