আমরা কমোড নিয়মিত পরিষ্কার করলেও এর ওয়াটার ট্যাংক বা সিস্টার্ন সেভাবে পরিষ্কার করি না। এর ফলে পানি জমে জমে দুর্গন্ধ, দাগ এবং ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। খুব সহজ কয়েকটি উপায়ে এই ট্যাংক পরিষ্কার করে ফেলা যায়।
- প্রথমে কমোডের সিস্টার্নের পানির সংযোগ (ভাল্ভ) বন্ধ করে দিন। এরপর ফ্ল্যাশ দিয়ে ভিতরের সমস্ত পানি বের করে নিন। এতে পরিষ্কারের জন্য ভেতরের অংশ উন্মুক্ত হবে।
- ট্যাংকে ১ কাপ সাদা ভিনেগার ঢেলে দিন। এটি পানির দাগ ও ময়লা দূর করতে সাহায্য করবে। ভিনেগার জীবাণুনাশক হিসেবেও কাজ করে।
- এরপর আধা কাপ বেকিং সোডা সিস্টার্নে ছিটিয়ে দিন। ভিনেগারের সঙ্গে বিক্রিয়ায় এটি ফেনা তৈরি করবে, যা দাগ ও জীবাণু সহজে দূর করবে।
- মিনিট পাঁচেক অপেক্ষা করে টয়লেট ব্রাশ বা পুরনো দাঁতের ব্রাশ দিয়ে ভেতরের প্রাচীর ও যন্ত্রাংশ ঘষে ময়লা তুলে ফেলুন। যেসব জায়গায় বেশি দাগ রয়েছে, সেখানে বাড়তি মনোযোগ দিন।
- সবশেষে গরম পানি ঢেলে পুরোপুরি ধুয়ে ফেলুন ট্যাংক। চাইলে একবার ফ্ল্যাশ দিয়ে সব ময়লা ভালোভাবে বের করে দিতে পারেন।
জেনে নিন
চাইলে টয়লেট ক্লিনারও ব্যবহার করা যেতে পারে ট্যাংক পরিষ্কার করতে। মাসে অন্তত একবার পরিষ্কার করলে ঝকঝকে থাকবে কমোডের ওয়াটার ট্যাংক।