গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তিনটি রাজনৈতিক দল ছাড়া সব দলই ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। তিনি অভিযোগ করেন, একটিমাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে বলে জাপানে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয়। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
সোমবার (২ জুন) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে চলমান সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
ডিসেম্বরে নির্বাচন না চাওয়া তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটা তিনি বলতে চান না। সাংবাদিকদের বুঝে নিতে হবে।
নুর অভিযোগ করেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়েছেন। তাই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা জরুরি। তিনি আহত জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানান।