দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল একমত হলেও এ ব্যবস্থার ঘোর বিরোধিতা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির মতে, বাংলাদেশের বাস্তবতায় এটির প্রয়োজন নেই।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, ‘আমরা কমিউনিস্ট পার্টি, বাসদ এবং বামপন্থী দলগুলো পরিষ্কারভাবে বলেছি— বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজন নেই। বর্তমানে যে পার্লামেন্ট রয়েছে, সেটিকে আমরা উন্নত করবো।’
এছাড়াও পূর্ণাঙ্গ ঐকমত্য ছাড়া কোনও প্রস্তাব গ্রহণ না করা এবং এখতিয়ার বহির্ভূতভাবে যেন অন্তর্বর্তী সরকার কোনও কাজ না করে, এই বিষয়ে সতর্কতা উচ্চারণ করেন রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘আমাদের এসব প্রস্তাবনা আগামী দিনে ফ্যাসিবাদ ঠেকানো এবং দেশকে এগিয়ে নেওয়া। তবে এসব কাজ করবে একটি নির্বাচিত সংসদ।’
অপরদিকে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা তুলে ধরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের প্রস্তাব হচ্ছে— প্রথম কক্ষ হবে জাতীয় সংসদ এবং দ্বিতীয় কক্ষ হবে জাতীয় পরিষদ। এই দুই কক্ষবিশিষ্ট সংসদ তৈরি করা দরকার।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে কয়েকটি দলের নীতিগত ভিন্নতা রয়েছে। তারা মনে করেন না, এর প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা মনে করি, যেসব দেশে একক সরকার ব্যবস্থা রয়েছে, সেখানেও দ্বিকক্ষ সংসদ থাকে— মূলত ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য।’
দ্বিকক্ষ সংসদের বিষয়ে বিএনপিসহ অন্যান্য ধারার রাজনৈতিক দলগুলোও একমত হওয়ার কথা জানিয়েছে।