X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

এআইইউবি-তে ৫জি প্রযুক্তি বিষয়ে ওয়েবিনার 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মে ২০২১, ০০:১১আপডেট : ১১ মে ২০২১, ০০:১১

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আনোয়ারুল আবেদীন সম্মানার্থে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ৫জি প্রযুক্তি বিষয়ে গবেষণা অভিজ্ঞতা থেকে উপলব্ধ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য একটি তথ্যবহুল ওয়েবিনার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার আয়োজিত ওয়েবিনারে নরওয়ের টেলিনর গ্রুপের প্রখ্যাত গবেষক ড. আন্দ্রেজ গঞ্জালেজ অতিথি বক্তা হিসেবে ৫জি প্রযুক্তি বিষয়ে তার অভিজ্ঞতালব্ধ মূল্যবান মতামত তুলে ধরেন। যেখানে তুলনামূলক নতুন এই প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার এবং চাহিদা নিয়ে আলোকপাত করা হয়। সূচনা বক্তব্য থেকেই সবার উৎসাহী যোগদানে প্রাণবন্ত একটি আলোচনা অগ্রসর হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যকরী পদক্ষেপসমূহ উঠে আসে। 

এআইইউবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। অতিথি এবং অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি তিনি ৫জি প্রযুক্তি ব্যবহার করে বর্তমান বিশ্বে আধুনিক জীবনযাত্রা সহজ-সাবলীল এবং আরও কার্যকর করে তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কেমন হওয়া উচিত সেটা নিয়ে মতামত জানতে চান। কি-নোট প্রেজেন্টেশনের পরে প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. মো আব্দুর রহমান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ওয়েবিনারটির সমাপ্তি ঘোষণা করেন।

শেষে ড. গঞ্জালেজজের কাছে প্রশংসাপত্র পেশ করা হয়। ওয়েবিনারটির মডারেশনের দায়িত্বে ছিলেন ড. দীপ নন্দী, পরিচালক, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 

ওয়েবিনারে ড. মো মাহবুব চৌধুরী মিশু, (বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স) ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, কর্মকর্তাগণ, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের এলামনাই সদস্য এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইন্টারনেট প্লাটফর্ম জুম এর মাধ্যমে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী উক্ত ওয়েবিনারে সংযুক্ত হন।

প্রেস বিজ্ঞপ্তি

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!