X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তিন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:২৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:২৫

মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট। বিজয় দিবসের পরদিন থেকে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর কমিউনিটি মেডিক্যাল কলেজ ভবনের প্রফেসর কাজী আবুল মনসুর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানগুলোতে তিন জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্টের অঙ্গ সংগঠন ঢাকা কমিউনিটি হাসপাতাল, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল ইউনিট এবং ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। 

১৭ ডিসেম্বরের অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট অব কমিউনিটি হেলথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ফওজিয়া মোসলেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঢাকা কমিউনিটি নার্সিং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সদস্য কাজী হাবিবুর রহমান। বিজয় দিবসভিত্তিক আলোচনা করেন ডিসিএইচ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান, মো. ওয়াকার হোসেন, ডা. ওমর শরীফ ইবনে হাসান ও ডা. আমিন সাবের প্রমুখ। প্রফেসর কাজী কামরুজ্জামান এবং মনিকা রিবেরু বীর মুক্তিযোদ্ধা ডা. ফওজিয়া মোসলেমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

১৮ ডিসেম্বরের অনুষ্ঠান আয়োজিত হয় ঢাকা কমিউনিটি হাসপাতালের উদ্যোগে। ডা. ওমর শরীফ ইবনে হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ জিয়াউদ্দিন বীর প্রতীক। প্রধান অতিথিকে মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেস্ট প্রধান করেন ডিসিইচ ট্রাস্টের কো-অর্ডিনেটার প্রফেসর মাহমুদর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর কাজী কামরুজ্জামান, প্রফেসর এ এস এম মনিরুল আলম প্রমুখ।

১৯ ডিসিম্বরের অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল ইউনিট। এতে প্রধান ছিলেন অতিথি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। কলেজ অধ্যক্ষ এ এস এম মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া কলেজের তিন জন কৃতি ছাত্র-ছাত্রীকেও এ উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তব্য দেন কলেজ উপাধ্যক্ষ ডা. এস এম আশরাফুল আনাম, ডেন্টাল ইউনিট প্রধান অধ্যাপক ডা. সৈয়দ গোলাম মাওলা, হাসপাতাল পরিচালক ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রমুখ।

অনুষ্ঠানগুলোতে ছোট ছেলেমেয়েদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী