X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানালো এনএসইউ

প্রেস বিজ্ঞপ্তি
০৭ জুলাই ২০২৪, ০৫:৪৪আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৫:৪৪

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জনকে শতভাগ মেধাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শীমা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।

এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।”

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।

প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “আপনারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা গর্ব করতে পারেন। কারণ গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা দিয়ে এনএসইউ নিজেদের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।”

শিক্ষার্থীদের উদ্দেশে জাভেদ মুনির আহমেদ বলেন, “চোখের পলকেই আগামী চার বছর কেটে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আপনারা নতুন কিছু শিখবেন, অনেক কিছু অর্জন করবেন। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবেন, যেন ইতিবাচক পরিবর্তনের ভেতর থেকে যেন আপনারা সাফল্য অর্জন করতে পারেন।”

বিশেষ অতিথি শীমা আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমার বাবা আমাকে সব সময় বলতেন, ভালো কাজ না করতে পারলেও অন্যের ক্ষতি করে না। নবীন শিক্ষার্থীরা আপনারা আপনাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এই কথাটি সবসময় মনে রাখবেন।”

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুর রব খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী, বহুজাতিক ও বৈচিত্র্যময় জায়গা। এখানে শ্রেণিকক্ষের বাইরেও আপনারা অনেক বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবেন। এসব অভিজ্ঞতা দিয়ে আপনারা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।”

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন, সানজিদা মাহমুদ নন্দিতা ও ঋতুরাজ-এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

/এমএস/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীচিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
সর্বশেষ খবর
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত