X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিরিজ হারে মাশরাফির একটুখানি অপূর্ণতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ০১:১৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ০১:১৪

মাশরাফির একটুখানি অপূর্ণতা ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ কেমন খেলেছে? এমন প্রশ্নের উত্তরে অনেকই ভিন্ন ভিন্ন উত্তর দেবেন। মাশরাফি অবশ্য আঙ্গুল তুলেছেন একটি মাত্র ম্যাচের দিকেই। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডের দিকেই তার আঙ্গুল। ওই ম্যাচটি জিততে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি। নিজেদের একটুখানি ভুলে প্রথম ম্যাচটি হাতছাড়া হয়েছে তাদের। ওই ম্যাচটি জিতলে, আজকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো না লাল-সবুজদের।

মাশরাফি এমনটাই মনে করছেন। বললেন, ‘প্রথম ম্যাচটায় আমরা যদি হিসেব অনুযায়ী খেলতে পারতাম, তাহলে আজকের ম্যাচের জন্য বসে থাকতে হতো না। কারণ এমনই হয়, যদি শুরুতে কোনও ভুল হয় সেটা পুরো সিরিজে টেনে নিতে হয়। যেটা আজকে আমাদের হলো। প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করলে আজকে আমাদের এমন হতো না।’

অবশ্য বুধবারের সিরিজ নির্ধারনী ম্যাচ নিয়ে তেমন কোনও আক্ষেপ নেই টাইগার অধিনায়কের কণ্ঠে। তিনি বলেছেন, ‘সত্যি কথা এই ম্যাচ নিয়ে আমাদের মধ্যে কোনও আক্ষেপ নেই। আমাদের ব্যাটিংয়ের মাঝামাঝিতে আমরা দ্রুত কিছু উইকেট হারাই। এটাই যা ভুল। বাকি সব ঠিক ছিলো বলেই আমি মনে করি। শেষ দিকে শিশির পড়াতেই সমস্যা হয়েছে। এখানে তো আমাদের কারও হাত নেই। এটা ছাড়া আসলে এই ম্যাচে আমাদের কোনও অপূর্ণতা নেই।’

শিশিরের কারণে বুধবার স্পিনাররা সুবিধা করতে পারেনি। এই কারণে পেসারদের উপরই আস্থা রাখতে হয়েছে মাশরাফি। তারা অবশ্য অধিনায়ককে নিরাশ করেননি। ফলে মাশরাফির কণ্ঠে পেসারদের প্রংশসা। বললেন,  ‘পেস বোলাররা খুব ভালো করছে। গত দুই বছর ধরে দেশে কিংবা দেশের বাইরে পেসাররা ভালো বোলিং করে আসছে। সবাই ভেরিয়েশন শিখছে, বিভিন্ন রকম ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে। এগুলো পেসারদের উন্নতির লক্ষ্মণ।’

ম্যাচের শেষ দিকে এসে সহজ একটি ক্যাচ মিস করেছেন ইমরুল কায়েস। তাতে করে জয়ের শেষ আশাটুকু নিভে যায় টাইগারদের। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। কারণ ওই উইকেট পড়ে গেলে ওদের ৭ উইকেটের পতন হতো। আসলে যেকোনও কিছুই হতে পারতো। ক্যাচটি মিস হয়ে গেলে, কিছুই করার থাকে না। হয়তো ক্যাচটা ধরতে পারলেও জয়ের শেষ একটি সুযোগ তৈরি হতো।’

ম্যাচের শেষ মূহুর্তে এসে বাংলাদেশের প্রায় সময়ই ক্যাচ মিস হচ্ছে। এর কারণ ব্যাখা দিলেন মাশরাফি। তিনি মনে করেন, মানসিক ব্যাপারগুলোর জন্যই এমনটা হতে পারে। বলেন, ‘খেলা শেষ হওয়ার আগেই ম্যাচ ছেড়ে না দেওয়া। ক্যাচ কিংবা বলের প্রত্যাশায় মুখিয়ে থাকা, চিন্তা করতে হবে যে কোনও সময় বলটা কাছে আসবে। তারপরও আমি বলবো এই ম্যাচটাতে আমরা খুব বেশি ভুল করিনি। যা করেছি প্রথম ম্যাচটাতেই।’

/আরআই/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা