X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফিটনেস নিয়ে চিন্তিত চট্টগ্রাম আবাহনী কোচ টিটু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৩

ফিটনেস নিয়ে চিন্তিত চট্টগ্রাম আবাহনী কোচ টিটু টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও পুরো দলকে নিয়ে পুরো দমে অনুশীলন করতে পারেননি চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারি টিটু। তাতেই হতাশা ব্যক্ত করেছেন শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে গতবারের চ্যাম্পিয়ন দলের এই কোচ।  

দেরি করে জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড় পাওয়াতে ছিল কিছুটা সমস্যা। এরপর মাগুরাতে বাংলাদেশ নৌ বাহিনীর খেলার জন্য মামুনুল ইসলামসহ বেশ কয়েকজন খেলোয়াড় আবার ক্যাম্প ছাড়া ছিলেন। মাঝে দ্বিতীয় বাছাই হিসেবে বিবেচিত কয়েকজন নবীন খেলোয়াড় ক্যাম্প ত্যাগ করে গেছে জাতীয় দলের ফিটনেস ট্রায়ালে। আর তাতেই চাপা ক্ষোভ উগলে দিয়েছেন টিটু, ‘যখনই একটু গুছিয়ে এনেছি তখনই আবার ধাক্কা খেয়েছি। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল কাজগুলো কোনওভাবে সম্পন্ন করতে হয়তো পারবো কিন্তু ফিটনেসের ঘাটতিটা পূরণ করা সম্ভব হয়তো হবে না। আমি ব্যাপারটি নিয়ে চিন্তিত।’

এছাড়া উইঙ্গার জাহিদের বাবা মারা যাওয়াতে তিনিও অনুশীলনের বাইরে রয়েছেন। তাই নিজেদের ঘাটতি পূরণ করার জন্য নতুন বিদেশি খেলোয়াড় দলে টেনেছেন টিটু। দুই কার্যকরি নাইজেরিয়ান স্কোরার এনকোচা কিংসলে ও অগাস্টিন ওকোচাকে নিয়েছেন। দুজনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ আসরে খেলেছেন ব্রাদার্স ইউনিয়নে। নিজেদের মাঝে ভালো বোঝাপড়া রয়েছে তাদের।

এদিকে পাঁচ বিদেশি দলের মধ্যে বুধবার প্রথম চট্টগ্রাম পৌঁছেছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। বাকি ৪ বিদেশি ক্লাবের মাঝে কিরগিজস্তানের আলগা বিশকেক, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও আফগানিস্তানের শাহিন আসমাই বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার পোচেয়ন সিটিজেন ক্লাব পৌঁছাবে কাল।

চট্টগ্রাম আবাহনী আয়োজিত এ আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ও আয়োজক চট্টগ্রাম আবাহনী দেশের প্রতিনিধিত্ব করছে। আগামী শনিবার এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস