X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃষ্টির হানায় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল নিয়ে সংশয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ২০:৪০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:৫৭

শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর। বুধবার থেকে শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর। তবে বর্তমানে আবহাওয়ার যেই অবস্থা তাতে টুর্নামেন্ট নির্বিঘ্নে হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদফতরের খবর এমনই। তাতে বলা হচ্ছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই উদ্বোধনী দিনে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেননা গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। সেখানে ৩ নম্বর সতর্ক সংকেতও দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই সবমিলিয়ে মাস্টার্স ক্রিকেট লিগে চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি।

টুর্নামেন্টের প্রথম দিনে মুখোমুখি হওয়ার কথা দুটি দলের। এদিন বুধবার দুটি ম্যাচ পাশাপাশি দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বেলা তিনটায়। মূল মাঠে এক্সপো অলস্টার্স মাস্টার্সের প্রতিপক্ষ খালেদ মাসুদ পাইলটের একমি রাজশাহী মাস্টার্স।

অন্যদিকে আউটার স্টেডিয়ামে হাবিবুল বাশার সুমনের টাইটানস খুলনা মাস্টার্স খেলবে আকরাম-নান্নুদের সমন্বয়ে গঠিত ইস্পাহানী চিটাগাং মাস্টার্সের বিপক্ষে। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনাল সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল-আই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী এই টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের কমপক্ষে ৫ বছর খেলা সাবেক ক্রিকেটাররা।

অংশগ্রহণকারী ছয়টি দল হচ্ছে- একমি রাজশাহী মাস্টার্স, বসুন্ধরা গ্রুপ ঢাকা বিভাগ মাস্টার্স, এক্সপো অলস্টার্স মাস্টার্স, ইস্পাহানী চিটাগাং মাস্টার্স, র-ন্যাশন ঢাকা মেট্রো মাস্টার্স ও টাইটানস খুলনা মাস্টার্স।

গত বছর মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম আসরে স্পনসর হয়েছিল ওয়ালটন গ্রুপ।  এবারেও স্পনসর ওয়ালটন।  আর গত আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা মাস্টার্স।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান