X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জয়ের খোঁজে স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১১

হারের পর এভাবেই মাথা নত করেন স্মিথ বাংলাদেশে টেস্ট সিরিজ দিয়েই বাজে শুরু অস্ট্রেলিয়ার। প্রথম টেস্ট হারে স্টিভেন স্মিথের দল। দ্বিতীয় টেস্ট জিতলেও নিজেদের ছায়া হয়ে পারফর্ম করার উদাহরণ এখনও দিয়ে যাচ্ছে অসিরা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই দৈন্যদশার প্রমাণ দিচ্ছেন স্টিভেন স্মিথরা। গতকাল তৃতীয় ম্যাচে ৫ উইকেটে হারের ফলে সিরিজ ৩-০ জিতে নিয়েছে স্বাগতিক ভারত। আর অস্ট্রেলিয়ার মতো দলের এই পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না খোদ অধিনায়ক স্মিথ! এভাবেই হতাশা প্রকাশ করলেন ম্যাচ শেষে, ‘এটা খুবই সাধারণ পারফরম্যান্সের মতো হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্যে বিষয়টি মোটেও ভালো নয়। তাই আমাদের ঘুরে দাঁড়িয়ে ফল পরিবর্তন করাটা জরুরি। কিছু ম্যাচে জয় অবশ্যই জরুরি।’

গত ম্যাচে শুরুতে ভালো অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে আসে ২০৩ রান। পরে রানের সেই ধারাটা আর ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৬ উইকেটে থামে ২৯৩ রানে । আর এই পরিস্থিতি নিয়েই যত ভাবনা স্মিথের, ‘আমরা নিজেদের ভালো অবস্থানে ঠিকই নিয়ে যাচ্ছি। কিন্তু সেই অবস্থার ফায়দা আর নিতে পারি না। আজকেও এর ব্যতিক্রম হয়নি।’

এ বছরে খুবই বাজে ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ১৭ ম্যাচের মধ্যে জিতেছে ৩টি। জানুয়ারিতে সেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ জয়টাই ছিল সবশেষ সাফল্য। তাই আগামী ম্যাচগুলোতে এই হারের বৃত্ত ভাঙতে চান স্মিথ, ‘হারটা আসলে সব সময় নেওয়া যায় না। তবে চেষ্টা থামিয়ে দেওয়া চলবে না। পরের দুই ম্যাচ জিততে দলের সবাইকে প্রেরণা দিতে হবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা