X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়াকে বিধ্বস্ত করে ফাইনালের পথে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ২০:১৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২০:২৬



 মালয়েশিয়াকে বিধ্বস্ত করে ফাইনালের পথে ভারত এশিয়া কাপ হকিতে টানা চার ম্যাচ জিতে নিজেদের আধিপত্য দেখিয়েছিল মালয়েশিয়া। যদিও বৃহস্পতিবার আর সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। দুবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এই জয়ে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ফাইনালের পথে ভারত। এখন শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট নিতে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। মালয়েশিয়ারও হিসাব-নিকাশ তাই। ড্র করলেই নিশ্চিত হবে ফাইনাল।

মওলানা ভাসানি স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই প্রাণবন্ত ছিল ভারত-মালয়েশিয়া ম্যাচ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে ভারত। সেই ধারায় ১৪ মিনিটে সমন্বিত আক্রমণে গোল করে এগিয়ে যায় তারা।  মানপ্রীত সিংয়ের পুশ থেকে ফরোয়ার্ড আকাশদ্বীপ সিংয়ের হিটে স্কোরলাইন হয় ১-০ । ১৯ মিনিটে  হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে করেন ২-০। তার ক্ষিপ্র গতির ফ্লিক মালয়েশিয়া রক্ষণ ও গোলকিপারকে প্রতিরোধ দেওয়ার কোনও সুযোগই দেয়নি। মালয়েশিয়াকে মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলা ভারত ২৪ মিনিটে দেখা পায় তৃতীয় গোলের। সুনীলের পাস থেকে এই গোল এসকে উথাপ্পা করেন। এই তিন গোলের স্বস্তি নিয়েই মাঝ বিরতিতে যায় দুই বারের চ্যাম্পিয়নরা।

এরপর বিরতির পর ফিরে আবারও আক্রমণ। ৩৩ মিনিটে ডানদিক থেকে আকাশদ্বীপ সিংয়ের ফ্লিক থেকে গুরজান্ত সিং ফাঁকা পোস্টে বল ঠেলে দিলে স্কোর দাঁড়ায় ৪-০। ৬ মিনিট পর ৫-০ করেন সুনীল সওমপ্রীত । গুরজান্ত সিংয়ের রিভার্স হিট থেকে গোল করেন তিনি।

গোলের পর গোল হজম করতে থাকা মালয়েশিয়া শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। ৫০ মিনিটে রাজি রহিমের পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে স্কোর ৫-১ করে মালয়েশিয়া। এরপর ৫৮ মিনিটে রামাদান রসলির গোলে ব্যবধান  হয় ৫-২ । কিন্তু শেষ মিনিটে সরদার সিংয়ের দুর্দান্ত রিভার্স হিটে ভারতের ব্যবধান বেড়ে যায় আরও। শেষ পর্যন্ত ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে