X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তৃতীয় ডাবল সেঞ্চুরি করে রোহিতের ‘ইতিহাস’

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০

ডাবল সেঞ্চুরির পর রোহিতের রোমান্টিক উদযাপন ওয়ানডেতে এক সময় ব্যাটসম্যানদের স্বপ্ন ছিল ডাবল সেঞ্চুরি। অথচ সেই স্বপ্নটাকেই প্রথম বাস্তবতার জমিনে নামিয়ে আনেন শচীন টেন্ডুলকার। ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ার ছিলেন লিটল মাস্টার। এরপর বহুজনই এই তালিকায় নাম লিখিয়েছেন। যেখানে একটি নাম হয়তো স্বর্ণাক্ষরেই লেখা থাকবে, তিনি হলেন ওপেনার রোহিত শর্মা। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিটা এক প্রকার অভ্যাসে পরিণত করে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন তৃতীয় ডাবল সেঞ্চুরির রেকর্ড!

রোহিত শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এমনটি করেছেন লঙ্কান বোলারদের ওপর রীতিমত শাসন করে। ১৫৩ বলের ইনিংসে ১৩টি চার ও ১২টি ছয় মেরে অপরাজিত ছিলেন ২০৮ রানে।

শুধু ডাবল সেঞ্চুরির রেকর্ডই নয়, ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটাও তার দখলেই। ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই শ্রীলঙ্কার বিপক্ষেই! ২০১৪ সালের নভেম্বরে করা সেই ইনিংসটি ছিল কলকাতাতে। এবার মোহালিতে গড়লেন তেমনই আরেকটি অবিস্মরণীয় কীর্তি।

আগের ম্যাচে অসহায় ভাবে আত্মসমর্পণ করা ভারতের এই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। তাই শুরু থেকে আগ্রাসী ছিল স্বাগতিকরা। টসে হেরে ব্যাটিংয়ে নামলেও ভারতীয় ব্যাটসম্যানরা লঙ্কানদের দেখিয়ে দিয়েছেন নিজেদের শক্তির জায়গা। রোহিত শর্মার রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯২ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে ভারত।

শুরুতে ওপেনিং জুটিতে ১১৫ রান তুলে ফেলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।  শিখর ধাওয়ান ব্যক্তিগত ৬৮ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। তারপর ধীরে ধীরে নিজের দানবীয় রূপটাকে মেলে ধরেন শর্মা। আগ্রাসন চালিয়ে যেতে থাকেন একের পর এক। তাকে অবশ্য শ্রেয়াস আইয়ার দীর্ঘক্ষণ সঙ্গ দেন। ব্যক্তিগত ৮৮ আইয়ার যখন সাজঘরে ততক্ষণে ভারতের স্কোর ২ উইকেটে ৩২৮! এরপরেও বিধ্বংসী ব্যাটিংটায় বিরতি দেননি ওপেনার রোহিত শর্মা। আগ্রাসী ভঙ্গিতে খেলে অপরাজিত থাকেন ২০৮ রান পর্যন্ত। বর্তমানে ৩০ বছর বয়সী এই ওপেনার শেষ পর্যন্ত কয়টা ডাবল সেঞ্চুরির মালিক হবেন তা হয়তো বলে দেবে সময়!

দেখে নেওয়া যাক ওয়ানডের সব ডাবল সেঞ্চুরি

ব্যাটসম্যান

প্রতিপক্ষ

রান

সাল

রোহিত শর্মা

শ্রীলঙ্কা

২৬৪

২০১৪

মার্টিন গাপটিল

ওয়েস্ট ইন্ডিজ

২৩৭*

২০১৫

বীরেন্দর শেবাগ

ওয়েস্ট ইন্ডিজ

২১৯

২০১১

ক্রিস গেইল

জিম্বাবুয়ে 

২১৫

২০১৫

রোহিত শর্মা

অস্ট্রেলিয়া 

২০৯

২০১৩

রোহিত শর্মা

শ্রীলঙ্কা 

২০৮*

২০১৭

শচীন টেন্ডুলকার

দক্ষিণ আফ্রিকা

২০০*

২০১০

 

 

 

 

 

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!