X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হাথুরুসিংহে ‍জাদুকর নন: পেরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ২২:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২২:২৯

থিসারা পেরেরা। শ্রীলঙ্কা দলের কোচ হয়েও ব্যাপক পরিবর্তন এনেছেন চন্ডিকা হাথুরুসিংহে।  এমনকি একাদশ নির্বাচনেও ক্ষমতা পেয়েছেন বোর্ডের কাছ থেকে। আর সেই কোচই ত্রিদেশীয় সিরিজে প্রথম অ্যাসাইনমেন্টে এসে হারের লজ্জা পেয়েছেন দুই ম্যাচেই! তবে দুই হারের পরেও কোচের ব্যর্থতা দেখছেন না শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।  তার মতে কোনও জাদুকর নন হাথুরুসিংহে।  শুক্রবার ম্যাচের পর তিনি বলেছেন, ‘হাথুরুসিংহে আমাদের জন্যে বড় একটি পাওয়া। কারণ বিশ্বের সেরা কোচের একজন হাথুরুসিংহে।  তার সময় প্রয়োজন। কোনও কোচই জাদুকর নন।  আমার মনে হয় নতুন এই কোচকে সঙ্গে করে জেগে ওঠার এটাই সঠিক সময়।’

কীভাবে সম্ভব এই জেগে ওঠা? জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের কাছেও বিশাল ব্যবধানে হেরেছে লঙ্কানরা। পেরেরা মনে করেন জেগে উঠতে হলে সবার আগে প্রয়োজন ব্যাটিংয়ে জ্বল জ্বলে পারফরম্যান্স। শুক্রবার এই অভাবটাই টের পেয়েছে শ্রীলঙ্কা, ‘অবশ্যই এটা ৩০০ রানের উইকেট। অথচ আমাদের ব্যাটিং লাইন আপ জ্বলে উঠতে পারেনি। যদি জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটি দেখেন, তাহলে সেখান থেকে ব্যাটিংয়ে অনেক ইতিবাচক কিছু ছিল। কিন্তু এই ম্যাচে ব্যাটিংয়ে পরিকল্পনাটাই ঠিক মতো কাজে লাগাতে পারিনি।’

ব্যাটিং বিভাগের মতো বোলিং বিভাগেও ব্যর্থতা ছিল শ্রীলঙ্কার। সেই হতাশার কথাও গোপন করেননি পেরেরা, ‘আবারও আমরা বোলিংয়ে ব্যর্থ হয়েছি। পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। তবে সাকিব আর তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের পর কিন্তু শক্তভাবেই ফিরেছিলাম। মনে হয়েছিল স্কোর ৩৫০ হবে। সেখান থেকে স্কোর ৩২০-এ নামিয়ে এনেছি। প্রথম ১০ ওভারে কিন্তু বোলিং ভালোই ছিল।’

এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা। টিকে থাকতে হলে পরের ম্যাচে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে লঙ্কানদের। এই অবস্থায় নতুন কোচকে নিয়ে অনেক দূর যেতে পারবেন বলে মনে করেন লঙ্কান এই তারকা, ‘আমি মনে করি আমাদের মাথা উঁচু করেই থাকতে হবে। কারণ আমাদের খাটো করে দেখার সুযোগ নেই। কেউই বলতে পারে না আমরা কখন জেগে উঠবো। আমার বিশ্বাস আছে নতুন কোচকে নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী