X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফের পেছালো হকির দলবদল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৮

পেছালো হকির দল বদল আবার পেছানো হয়েছে হকির দলবদল। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি প্রিমিয়ার হকি লিগের দলবদল হওয়ার কথা থাকলেও ফের পাল্টানো হয়েছে এর তারিখ। বৃহস্পতিবার বিকালে লিগ কমিটির প্রথম সভাতেই জিমি-চয়নদের দলবদলের নতুন তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ মার্চ হবে দলবদল।

মার্চের শেষে দলবদলের পর ক্লাব কাপ হবে এপ্রিলের শুরুতে।  তারপর টার্ফে গড়াবে লিগ।  দলবদল পেছানোর কারণ হিসেবে ক্লাবগুলোর আবেদনই বেশি বিবেচনায় এসেছে।  দলগুলোর দাবি ছিল- জাতীয় দল বিদেশে খেলে আসার পর যেন দলবদল হয়।  যে কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এই তারিখ।  এছাড়া আগামী ৯ থেকে ১৬ মার্চ ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে আবাহনীর কর্মকর্তা জাকি আহমদ রিপন বলেছেন, ‘যত সিদ্ধান্ত হয়েছে সব সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।  কেউ প্রতিবাদ জানায়নি।  আমি ১৪-১৫ বছর লিগ কমিটিতে আছি। এবারের মতো সবাই বিভিন্ন বিষয়ে যে ঐক্যমত প্রকাশ করেছে, তা আগে দেখিনি।’

লিগ কমিটির সভাতে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে।  বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন কোটা বাড়ানো হয়েছে। এবার বিদেশি নিবন্ধন করা যাবে ৭ জন।  একাদশে খেলতে পারবে ৪ জন। গতবার ৫ জনকে নিবন্ধন করা হয়েছিল এবং ৫ জনই খেলেছিল।

লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা সভা শেষে জানান, ‘গতবার অনেক বিদেশি খেলোয়াড় চোটে পড়েছিল। তাই ক্লাবগুলোর সমস্যা হয়েছে।  মাঝপথে বিদেশি নেওয়া যায়নি।  তাই এবার বেশি বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।’

জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই সার্ভিসেস দলে আছেন। প্রতিটি ক্লাব সার্ভিসেস থেকে তিন কিংবা চারজন খেলোয়াড়কে দলভুক্ত করতে পারবে।  সেটা চূড়ান্ত করবে ফেডারেশন।  এছাড়া বিকেএসপি থেকে প্রত্যেক দল সর্বোচ্চ চার জন খেলোয়াড় নিতে পারবে।  সবাই যেন মোটামুটি মানের দল গড়তে পারে।  লিগটা যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়,  সেদিকেই দৃষ্টি সবার।

এছাড়া ক্লাবগুলো প্রিমিয়ার লিগে বিদেশি আম্পায়ার চেয়েছে।  সিদ্ধান্ত অনুযায়ী এবারের ম্যাচ হবে ফ্লাডলাইটে।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম