X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ন্যু ক্যাম্পে ভুগতে প্রস্তুত চেলসি!

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৪:১৭আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:২০

আন্তোনিও কন্তে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হতে মানসিকভাবে প্রস্তুত চেলসি। প্রথম লেগের আগে নির্ঘুম রাত কাটানো চেলসি কোচ আন্তোনিও কন্তে অবশ্য ন্যু ক্যাম্পে ভুগতে পুরোপুরি প্রস্তুত!

চেলসি কোচ আন্তোনিও কন্তে বলেছেন, ‘সব সময়ই নিজেদের সেরাটা দিতে হবে। তবে যখন এমন দলের বিপক্ষে খেলতে হয় তখন মানসিকভাবে ভোগার জন্যেও প্রস্তুতি রাখতে হয়। ওরা কিন্তু বিশ্বের সেরা একটি দল।’

ঘরের মাঠে অবশ্য বার্সাকে জিততে দেয়নি চেলসি। নির্ঘুম রাত কাটানো কৌশলেই বার্সাকে আটকে রেখেছে ১-১ সমতায়। আর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্প বার্সার ঘরের মাঠ বলে সমীহ করতে হচ্ছে চেলসিকে। কন্তে সেই কথাই তুলে ধরলেন, ‘আমরা কিন্তু প্রথম লেগে বুঝিয়ে দিয়েছি। আমরা যে নিজেদের জায়গায় সঠিক ছিলাম সেটা প্রমাণ করতে পেরেছি।’

বার্সাকে আটকাতে হলে দলীয় নৈপুণ্যেই সব কিছু করতে হবে ব্লুজদের। তাই ম্যাচের প্রতিটি মুহূর্তেই স্কোর করার কৌশল কন্তের, ‘দলীয় ভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে যখন লড়াই করার মুহূর্ত আসবে তখন ঠিকই এর জন্যে প্রস্তুত থাকতে হবে। ভোগার জন্যেও প্রস্তুতি রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে প্রতিটি মুহূর্তই স্কোর করা সম্ভব।’

বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।  যেই দলে অভিজ্ঞদের সঙ্গে রয়েছে নতুনের মিশেল। সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন কন্তে, ‘চেলসি শুধু অভিজ্ঞতায় ঠাসা একটি দল নয়। আমাদের এমনও খেলোয়াড় রয়েছে যারা চাম্পিয়নস লিগে এবারই প্রথম মৌসুম বা দ্বিতীয় মৌসুমে খেলছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ