X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ওমান দুঃখ ভুলতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৫:৪৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:৪৯

ফাইনালে জিমি-চয়নরা হেরে গেছে ওমানের কাছে ওমানের সুলতান কাবোস কমপ্লেক্স মাঠে প্রচুর প্রবাসী বাংলাদেশি এসেছিলেন। নিজ দলকে সমর্থনও করেছেন। কিন্তু এই ম্যাচে এসে সমর্থকদের সমর্থন জিমি-চয়নকে স্পর্শ করতে পারেনি। এশিয়ান গেমস বাছাই পর্বের ফাইনালে বল নিয়ন্ত্রণ রেখেও ২-০ গোলে হারতে হয়েছে স্বাগতিকদের কাছে। সোমবার দুপুরে একরাশ হতাশা নিয়ে মাহবুব হারুনের দল ঢাকায় ফিরেছে। তাদের কথায় ঘুরে-ফিরে সেই পেনাল্টি কর্নারের দুঃখই ধরা পড়ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে জাতীয় দলের কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নতুন করে কী আর বলার আছে। আমরা সুযোগ পেয়ে হারিয়েছি। গোল করতে পারিনি। একের পর এক পেনাল্টি কর্নার এসেছে। সেখান থেকেও তো গোল করতে হবে। কিন্তু জিমি-চয়নরা যেন গোল করতে ভুলেই গেলো। ওমান সুযোগ পেয়ে দুটি গোল বের করে নিয়েছে।’

বাস্তবতা অবশ্য ভিন্ন কথা বলছে। ওমান এই আসরকে সামনে রেখে আটঘাট বেঁধে প্রস্তুতি নিয়েছে। হংকংয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে। বাছাইপর্ব শুরুর আগে পাকিস্তান ও জাপানকে নিয়ে তিনজাতি টুর্নামেন্ট আয়োজন করেছে নিজেদের টার্ফে। সেখানে শক্তিশালী পাকিস্তানের সঙ্গে ৪-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছিল। তাদের কোচ কিংবদন্তি খেলোয়াড় তাহির জামান।  

আর বাংলাদেশে তো লিগই হয় না নিয়মিত। এশিয়া কাপের পর কিছুদিনের প্রস্তুতি হয়েছে, তবে কোনও প্রস্তুতি ম্যাচই খেলা হয়নি। তার ওপর ফেডারেশনের কর্মকর্তাদের দ্বন্দ্ব তো লেগেই আছে। তাই ওমান থেকে শিক্ষা নিয়ে হকি ফেডারেশন জেগে উঠতে চাইছে। মার্চের শেষে দলবদল। তার আগে আসবেন মালয়েশিয়ার কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি। লিগ শেষে তার হাতেই এশিয়াডের দল তুলে দেওয়া হবে।

ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুস সাদেক জানিয়েছেন, ‘এশিয়াডের আগে আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নেবো। এজন্য দ্রুতই প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। মালয়েশিয়ান কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তিকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে। মালয়েশিয়ায় আবাসিক ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলানোর একটা চেষ্টা থাকবে। যেন ইন্দোনেশিয়ার এশিয়াডে ইতিবাচক ফল হয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!