X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আর্সেনালের কোচ উনাই এমেরি

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৮, ১৬:৩০আপডেট : ২৩ মে ২০১৮, ১৬:৩৩

আর্সেনালের নতুন কোচ এমেরি। আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল মাত্র। আর্সেন ওয়েঙ্গারের বিদায় নেওয়ার পর থেকে আলোচনায় ছিলেন পিএসজি ছেড়ে দেওয়া কোচ উনাই এমেরি। বলা হচ্ছিল সপ্তাহের শেষ দিকে ঘোষণা আসবে ক্লাবটির পক্ষ থেকে। যদিও খুব বেশি সময় নেয়নি আর্সেনাল। বুধবার ক্লাবটি এমেরির কোচ হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।

এমেরির সঙ্গে ফেভারিট হিসেবে সাবেক আর্সেনাল মিডফিল্ডার মাইকেল আরটেটার নামটিও ছিল আলোচনায়। তবে গত কয়েক দিন ধরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এমেরি।

আনুষ্ঠানিকতার পর আর্সেনালের বিবৃতিতে এমেরি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আর্সেনালের মতো অসাধারণ একটি ক্লাবে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।'

অবশ্য এমন রোমাঞ্চিত হওয়ার খবর আনুষ্ঠানিকতার আগেই দিয়ে ফেলেছিলেন নিজের ওয়েবসাইটে! আকস্মিক এমন কাণ্ড করে অবশ্য নিজের সাইট ডাউন করে ফেলেছিলেন। ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণায় বিবৃতিতে কোনও কিছু আর রাখঢাক করলেন না, ‘খেলার ধরন, খেলোয়াড়দের প্রতি তাদের প্রতিজ্ঞা, চমৎকার স্টেডিয়ামের কারণে আর্সেনাল ফুটবল বিশ্বে খুব প্রসিদ্ধ ও জনপ্রিয় একটি ক্লাব। এই দায়িত্ব পেয়ে আর্সেনালের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে পারবো বলে রোমাঞ্চবোধ করছি।’

ফরাসি লিগে তার সাফল্যই চোখ কেড়েছে আর্সেনালের। পিএসজির হয়ে দুই মৌসুমে একবার জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, চারটি ঘরোয়া কাপের শিরোপা। এর আগে সেভিয়ার হয়েও সাফল্য ছিল এমেরির। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনবার জিতেছেন ইউরোপা লিগের শিরোপা।

গত মাসে পিএসজির হয়ে আর চুক্তি নবায়নে রাজি হননি এমেরি। আর্সেন ওয়েঙ্গার দীর্ঘ ২২ বছরের কোচিং ক্যারিয়ারকে বিদায় জানানোর পর নতুন কোচ হিসেবে আর্সেনালে উনাই এমেরি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল