X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয় সফরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ২০:২৯আপডেট : ২১ জুন ২০১৮, ২০:৫০

 

অনুশীলনে নুরুল হাসান সোহান। আগামী ২৩ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। চার বছর পর ক্যারিবিয়ান সফর করা বাংলাদেশের জন্য সফরটি কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশও দল হিসেবে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলটির প্রতিনিধি হয়ে জানালেন সেই চ্যালেঞ্জের কথা।

২০১৪ সালে ক্যারিবিয়ানে সবশেষ সফরে সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। চার বছর পর তাই বদলে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এর মধ্যে আফগানাদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে কিছুটা হলেও মনোবল হারিয়েছে বাংলাদেশ। তাই বলে আত্মবিশ্বাস হারাননি সোহান। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে জানালেন, ‘আমরা দল হিসেবে সবাই জানি এই সফরটা কঠিন হবে, অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আমাদের শেষ সিরিজটা ভালো যায়নি। আমরা একত্রে দলের সবাই সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি। আমরা আমাদের শতভাগ দিতে পারলে ভালো কিছু হবে। আশা করি আগের পুনরাবৃত্তি এবার আর হবে না।’

২০১৭ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলে অভিষেক হলেও থিতু হতে পারেননি সোহান। প্রায় দেড় বছর পর আবারো টেস্ট দলে ফিরেছেন। তাই ক্যারিবীয় সফরে দলের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ অপেক্ষা করছে সোহানেরও। এবার থিতু হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সোহান সেই চ্যালেঞ্জ উতরে যেতে দৃঢ়প্রত্যয়ী, ‘সবসময় লক্ষ্য থাকে বাংলাদেশের হয়ে যেন খেলতে পারি। দেশের হয়ে যে কোন ফরম্যাটেই খেলা অন্যরকম ব্যাপার। এখন টেস্ট দলে ডাক পেয়েছি, সুযোগ পেলে ভালো করার লক্ষ্য থাকবে। যেন স্থায়ী হতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজ সফরকে লক্ষ্য করে সোহানের কঠোর অনুশীলনের একটি মুহূর্ত। ছবি- বিসিবি। সুযোগ পেলে দলের চাহিদা অনুযায়ী খেলতে প্রস্তুত উল্লেখ করে সোহান জানান, ‘আমি সবসময় দলের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসেছি। দল যেই পজিশনে আমাকে চাইবে, সেই পজিশনেই খেলব। সব সময় নিজেকে প্রস্তুত রাখছি। দল যখন, যেভাবে আমার কাছে চাইবে; আমি সেরাটা দিতে প্রস্তুত।’

উইকেটকিপিংটা ভালো করলেও ব্যাটিং নিয়ে কিছুটা সমস্যা ছিল সোহানের। সেটাও কাটিয়ে উঠেছেন বলে জানালেন ২৪ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান, ‘আমি ব্যাটিং নিয়ে অনেক কাজ করছি। নিজের দুর্বল জায়গাগুলো নিয়ে আরও কাজ করার লক্ষ্য আছে। সামনে যেন ভালো কিছু করতে পারি, সেদিকেই লক্ষ্য থাকবে।’

নতুন কোচ স্টিভ রোডসের অধীনে গত দুই দিন ধরে ক্রিকেটাররা কাজ করছে। নতুন কোচের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে সোহানের মন্তব্য, ‘পরিকল্পনায় কিছু পরিবর্তন আছে। সত্যি কথা বলতে তেমন কোন পরিবর্তন আমি লক্ষ্য করছি না। মাত্র দুইদিন হলো। আরও কিছুদিন পর হয়তো বোঝা যাবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা