X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

পেরেরার কাছে বাংলাদেশ ‘এ’ দলের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৯:১৯আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২০:১৭

সেঞ্চুরির মুহূর্তে থিসারা পেরেরা। ছবি- বিসিবি। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। সিলেটে শ্রীলঙ্কা ‘এ’ দলের দেওয়া ২৭৬ রানের জবাবে খেলতে নেমে ৪৪.৩ ওভারে ২০৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। তাতে ৬৭ রানের জয় তুলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে লঙ্কান ‘এ’ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২২ জুলাই।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতা শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক থিসারা পেরেরার সেঞ্চুরিতে বড় পুঁজি পায়। ৪৯.৪ ওভারে ২৭৫ রানের স্কোর গড়ে সফরকারীরা। থিসারা ৮৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১১১ রানের অতিমানবীয় ইনিংস খেলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই তার প্রথম কোন সেঞ্চুরি!

আগে ব্যাট করা শ্রীলঙ্কা বড় স্কোর গড়লেও শুরুটা মোটেও ভালো ছিল না। রানের খাতা খোলার আগে লাহিরু থিরিমানেকে সাজঘরের পথ দেখান আল আমিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা ১২৯ রান তুলতে হারিয়ে ফেলে আরও ৬ উইকেট। বাংলাদেশ দল যখন অল্প রানে শ্রীলঙ্কাকে থামানোর পরিকল্পনা করছে, তখনই শ্রীলঙ্কার ত্রাতা হয়ে উঠেন থিসারা পেরেরা।

অষ্টম উইকেটে মালিন্দা পুষ্পকুমারাকে সঙ্গে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন। পুষ্পকুমারা ব্যক্তিগত ৮ রানে ফিরে গেলে, মাদুশাঙ্কাকে নিয়ে নবম উইকেটে গড়েন ৪৪ রানের স্বস্তি ফেরানো জুটি। বিপজ্জনক এই অলরাউন্ডারকে ফেরান শরিফুল ইসলাম। তার বলে সাইফ হাসানকে ক্যাচ দিয়ে বিদায় নিলে পেরেরার ১১১ রানের ইনিংসের সমাপ্তি ঘটে। স্কোরবোর্ডে ২৭৫ রানের পেছনে মাদুশাঙ্কার খেলা ৩৬ বলে ৩৬ রানের অবদানও কম ছিল না।

ডানহাতি অফস্পিনার নাঈম হাসান ছিলেন বাংলাদেশ দলের সেরা বোলার। ৪২ রান খরচায় তিনি তিনটি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসরাম, সানজামুল ইসলাম দুটি এবং আফিফ হোসেন একটি করে উইকেট নেন।

২৭৬ রানের বড় লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে ঠিক যেভাবে শুরুর প্রয়োজন ছিল, সেভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। নিষ্প্রভ এই ব্যাটসম্যান আজও থিতু হতে ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন ১২ রানে। 

সৌম্যকে হারানোর পর সাইফ হাসান ও জাকির হাসান দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৫৩ রানের জুটি উপহার দিয়ে ফিরে যান জাকির হাসান(৩২)। সঙ্গীর বিদায়ে ফিরে যান সাইফ হাসানও (২৮)। মিডল অর্ডারে অধিনায়ক মোহাম্মদ মিঠুন(২৫), আল আমিন জুনিয়র (৪৬) ও আরিফুল হক (২৭) দাঁড়ানোর চেষ্টা করলেও জয়ের জন্য তাদের ভূমিকা যথেষ্ট ছিল না। বাংলাদেশের সেরা সংগ্রহ আসে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে। ৬৫ বলে ৪ চার ও ১ ছক্কায় আল আমিন ৪৬ রানের ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত লেট অর্ডারের ব্যর্থতায় ৫.৩ ওভার আগেই ২০৮ রানে থেমে যেতে হয় বাংলাদেশ ‘এ’ দলকে।

লঙ্কান বোলাদের হয়ে দুই স্পিনার পুষ্পকুমারা ও শাম্মু আশান বাংলাদেশের ছয় উইকেট ভাগাভাগি করে নেন। এছাড়া মাদুশাঙ্কা, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা ও আশান প্রিয়ঞ্জন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার