X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বেলের নৈপুণ্যে জয়ে শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১০:৫৪আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৪:০২

গোলের পর বেলের উল্লাস। উয়েফা সুপার কাপে হেরে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ শিবির। আত্মবিশ্বাসের ভিত নড়ে ওঠায় রোনালাদো পরবর্তী যুগে তাদের অবস্থা নিয়ে শোরগোল হচ্ছে বেশ। এর জবাবটা মাঠে ভালো করেই দিয়ে দিলেন তাদের ওয়েলস তারকা গ্যারেথ বেল। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগা সূচনা করেছে রিয়াল মাদ্রিদ।

রোনালদো পরর্বতী যুগের সঙ্গে জিদান পরবর্তী কোচ হুলেন লোপেতেগি যুগের সূচনা হয়েছে এই ম্যাচ দিয়েই। তাতে উত্তেজনায় কোনও অংশে কমতি ছিল না। প্রাক মৌসুম থেকে রিয়ালের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ফরোয়ার্ড গ্যারেথ বেল। প্রাণভোমরা হওয়ার প্রত্যাশায় এদিনকার ম্যাচেও হয়ে থাকলেন প্রভাবক। শুরুতে তার ডাইভ দেওয়া হেডে গোলের সুযোগ তৈরি হয়েছিল ঠিকই। বলটা বাধা পায় ক্রসবারে লেগে। প্রথমবার ব্যর্থ হলেও কিছুক্ষণ পর গোল বানিয়ে দিতে ভূমিকা রেখেছেন। ২০ মিনিটে দানি কারভাহালের হেড করা গোলে এগিয়ে যেতে সময় নেয়নি লোপেতেগির শিষ্যরা। আক্রমণের পসরা সাজিয়ে খেলা বেল গোলের দেখা পান দ্বিতীয়ার্ধে। এই অর্ধের শুরুতে দুর্দান্ত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান ওয়েলস তারকা।

আক্রমণের মুহূর্তে বেল। বেল সান্তিয়াগো বার্নাব্যুর মাঠটা সব শেষ মাতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের সেই জয়ে করেছেন জোড়া গোল। সেই তারকা রবিবারের ম্যাচে আগুনে ফর্মে থাকায় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান রিয়াল দর্শকরা।

লা লিগার এই জয় শুধু রিয়ালের নতুন যুগের শুরু সূচনাই করে দেয়নি। নতুন কোচ লোপেতেগির ওপর বাড়তে থাকা চাপ কিছুটা হলেও কমিয়েছে। সব শেষ ম্যাচে গত বুধবার অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলের হারটা শেল হয়েই বিঁধেছে ভক্তদের বুকে। কারণ জয়টা হলে টানা তৃতীয়বারের মতো সুপার কাপ ঘরে তোলবার রেকর্ড গড়তো জায়ান্টরা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী