X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লাম ভালো হলো না ফেরারের

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৮, ১৪:৪৪আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৪:৫৩

কাফ ইনজুরিতে প্রথম রাউন্ডেই বিদায় নিশ্চিত হয় ফেরারের। আগামী বছর টেনিস থেকে বিদায় নেবেন ডেভিড ফেরার। আনুষ্ঠানিক বিদায়ের আগে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লামটা খেলে ফেললেন ইউএস ওপেনে। তবে ৩৬ বছর বসয়ী টেনিস তারকার শেষ গ্র্যান্ড স্লামটা হয়ে থাকলো আক্ষেপের। প্রথম রাউন্ডে রাফায়েল নাদালের বিপক্ষে কোর্টে নামলেও বিদায় নিতে হয়েছে ব্যথা নিয়ে! কাফ ইনজুরিতে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিয়েছেন আগে ভাগে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে এগিয়ে ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন নাদাল। ব্যবধান ৬-৩, ৩-৪ হওয়ার পর খেলাটা আর এগিয়ে নিতে পারেননি স্বদেশি ফেরার। চোটের কারণে নিজেকে প্রত্যাহার করে নিলে দ্বিতীয় রাউন্ডে অনায়াসে উঠে যান ক্লে কোর্টের রাজা।

ফেরার নিজেই জানিয়েছেন, আগামী বছর বার্সেলোনা অথবা মাদ্রিদ ওপেন দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন। তবে ইউএস ওপেনই ছিল তার শেষ গ্র্যান্ড স্লাম, ‘এটাই আমার শেষ গ্র্যান্ড স্লাম। এই টুর্নামেন্টে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকের রাতটা ঠিকমতো শেষ করতে পারিনি।’

স্বদেশি এই তারকার এমন বিদায় নিজেও মেনে নিতে পারেননি রাফায়েল নাদাল। কারণ এই ফেরারের সঙ্গে জুটি বেঁধে ২০০৮, ২০০৯ ও ২০১১ সালে স্পেনকে জিতিয়েছেন ডেভিস কাপ। তাই ফেরারের বিদায়ে মনক্ষুণ্ন নাদাল, ‘তার এমন বিদায় আমার জন্যে মন খারাপের। তার জন্যে সত্যি খারাপ লাগছে, কারণ ট্যুরে সেই ছিলো আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার দেশের কিংবদন্তিদের একজন ডেভিড ফেরার।’

অপর দিকে প্রথম রাউন্ডের বাধা পার করেছেন সেরেনা উইলিয়ামস। সন্তান জন্মদিতে গিয়ে গতবার টুর্নামেন্টে খেলতে পারেননি। এবার ফিরে পোল্যান্ডের মাগডা লিনেটেকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে পৌঁছেছেন দ্বিতীয় রাউন্ডে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী