X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুশফিকের ব্যাটে রানের পাহাড়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৪:১২আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৪:১৬



মুশফিকের ব্যাটে রানের পাহাড়ে বাংলাদেশ প্রথম সেশনে ধীর-স্থির থাকলেও দ্বিতীয় সেশনে দ্রুত রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের এই সেশনে প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়েছে বাংলাদেশ। ৭ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭০ রান। ১৯৫ রানে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর রহিম।  


দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নির্বিঘ্নে শুরু করেছিলো মুশফিকরা। প্রথম সেশনে প্রতিরোধ দিয়ে খেলেন মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মধ্যাহ্ন ভোজনে যাওয়ার আগে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ৩৬৫ রান।
প্রথম সেশনে ব্যাট হাতে প্রতিরোধ দিয়ে খেললেও দ্বিতীয় সেশনের শুরুতে মনোযোগ হারিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। আবারও খোঁচা মারতে গিয়ে বলি হলেন অধিনায়ক রিয়াদ। বিদায় নেন ৩৬ রান করে। এরপর দায়িত্ব জ্ঞানহীন শট খেলে বিদায় নেন আরিফুল হকও।
মুশফিকুর রহিম নির্ভরতার প্রতীক হয়েই ব্যাট করেছন। দ্বিতীয় দিন অস্বাভাবিক আচরণ করা শুরু করেছে পিচ। এমন বৈপরীত্যের মাঝেও প্রথম সেশনে দুই ব্যাটসম্যানের ধৈর্য ছিলো। ৩০ ওভারে এই সেশনে রান এসেছে ৬২। জুটি থেকে আসে ৭৩ রান। অথচ বিরতির পর পেসার কাইল জার্ভিসের বাইরের লেন্থের বল অযথা খোঁচা মারতে গিয়ে ক্যাচ দিয়ে দেন উইকেটকিপারকে। ১১০ বল খেলা মাহমুদউল্লাহর ইনিংসের ইতি ঘটে ৩৬ রানে। তারপর নতুন নামা আরিফুল অযথা শট খেলে জার্ভিসের বলে পয়েন্টে ধরা পড়েছেন ব্রায়ান চারির হাতে। ১৮ বল খেলা আরিফুল হকের সংগ্রহ ছিলো ৪ রান।
মেহেদী হাসান মিরাজ নামলে দ্রুত গতিতে স্কোর বোর্ডে রান জমা করতে থাকেন মুশফিকুর রহিম। ব্যাট করছেন ১৯৫ রানে রানে। বছরের দীর্ঘ সময় লম্বা ইনিংসের অপেক্ষায় থাকা মুশফিক কাঙ্ক্ষিত ইনিংসের দেখা পেতে অক্ষোয় আছেন দ্বিতীয় টেস্টে। মিরাজও দ্রুত গতিতে রান তুলছেন। ক্রিজে আছেন ৪০ রানে। এই জুটিতে অষ্টম উইকেটে এসেছে ৯২ রান। 
এদিন অবশ্য শততম ওভারে জিম্বাবুয়ের জন্যে আচমকা ধাক্কা হয়ে আসে চাতারার ইনজুরি। রান আপ শুরু করে মাঝ পথেই দৌড় থামিয়ে দেন পায়ে টান পড়ে যাওয়ায়। অবস্থা শোচনীয় হওয়ায় তাকে দ্রুত স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে আনা হয়। তার বদলে ওভার শেষ করেন তিরিপানো। পরে জানা যায় গ্রেড ২ মাত্রার চোট নিয়ে ছিটকে গেছেন পুরো ম্যাচ থেকেই!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী