X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ম্যাথুজ-মেন্ডিসের প্রতিরোধে শ্রীলঙ্কার দিন

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:১০

সেঞ্চুরি হাঁকিয়েছেন ম্যাথুজ।

ওয়েলিংটনে আগের দিন টেস্টের ব্যাটিং প্রদর্শনী করেছেন টম ল্যাথাম। পরের দিন তার সেই পদাঙ্ক অনুসরণ করলেন শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুসল মেন্ডিস। দ্বিতীয় ইনিংসে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন। বলতে গেলে তাদের সেই দেয়ালটা ছিলো পাথরসম। কারণ সেই দেয়ালে তারা কোনও আঁচড়ই ফেলতে দেননি কিউই পেসারদের। শ্রীলঙ্কা চতুর্থ দিনটা শেষ করেছে ৩ উইকেটে ২৫৯ রানে।  তারা পিছিয়ে আছে ৩৭ রানে।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৫৭৮ রানের পাহাড়ের পর শ্রীলঙ্কা বিপদেই পড়ে গিয়েছিলো। আগের দিন ১৩ রানে হারায় তিন উইকেট। প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যানে ভর করে ২৮২ রান করলেও বাকিদের ভূমিকা ছিলো প্রায় কপর্দকশূন্য। তেমন ভাবনা থেকে চতুর্থ দিন বুক চিতিয়ে লড়াই করেন দুই অভিজ্ঞ মেন্ডিস ও ম্যাথুজ। এমন লড়াইয়ে পাথরসম প্রতিরোধই গড়েছেন দুজন। জুটি গড়েছেন ২৪৬ রানের। অথচ প্রথম ইনিংসের ব্যাটিংয়ের পর বিবর্ণ কিছুর আভাস মিলছিলো। চতুর্থ দিন উইকেটবিহীন থাকায় শেষ দিনে অনাকাঙ্ক্ষিত কিছু না হলে ড্রয়ের দিকে যাচ্ছে এই টেস্ট। আবার শেষ দিনে চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টিও! সব মিলিয়ে ম্যাথুজ ও মেন্ডিসের প্রতিরোধ লঙ্কানদের বাঁচিয়েছে লজ্জা থেকে।

ম্যাথুজ অপরাজিত আছেন ১১৭ রানে আর মেন্ডিস ১১৬ রানে।  আগের দিন পুরো ইনিংসে ব্যাটিং করে সর্বোচ্চ স্কোরের বিশ্বরেকর্ড গড়েন টম ল্যাথাম। তার সেই কীর্তির পর ম্যাথুজ ও মেন্ডিসের জুটিও কম ছিলো না কোনও অংশে। টেস্টে পুরো দিনে উইকেট না হারিয়ে কোনও জুটির ব্যাট করার ২২তম নজির এটি! যারা খেলেছেন মোট ৫৭৭টি বল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ