X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আরামবাগকে থামালো শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮

আক্রমণে যাচ্ছে শেখ জামাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেলের বিপক্ষে শুরুর ম্যাচে হেরেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। এরপর টানা তিন জয়ে বেশ ফুরফুরে থাকলেও পঞ্চম ম্যাচে এসে হার দেখতে হলো তাদের। বৃহস্পতিবার শেখ জামালের কাছে ২-০ গোলে হেরেছে মারুফুল হকের দল।

পাঁচ ম্যাচে আরামবাগের তিন জয় ও দুই হারে সংগ্রহ ৯ পয়েন্ট। আর শেখ জামালের টানা দ্বিতীয় জয়ে সমান ম্যাচে তারা অর্জন করেছে সাত পয়েন্ট।

আগের ম্যাচে বিজেএমসিকে হারানো শেখ জামাল প্রথমার্ধে অবশ্য গোলের পায়নি। সুযোগ তৈরি করেছিলো ম্যাচের ১৭ মিনিটে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাঁ প্রান্ত থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো পেরেজের ভলি সাইড পোস্টের বাইর দিয়ে গেলে সুযোগটি নষ্ট হয়।

বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে শেখ জামাল দুটি গোল করে ম্যাচে আধিপত্য বিস্তার করে। ৬২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় শেখ জামাল। ডিফেন্ডার মোহাম্মদ রকির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বেজে উঠে। গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিং দলকে এগিয়ে নিতে সময় নেননি এরপর।

৬৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় শেখ জামাল। মিডফিল্ডার শফিকুল ইসলাম বিপুলের বাড়ানো বলে ফাঁকায় থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো পেরেজ আগোয়ান গোলকিপার মাযহারুল ইসলাম হিমেলকে পরাস্ত করে জালে বল জড়ান।

দুই গোলে পিছিয়ে থেকে আরামবাগ ম্যাচে ফেরার চেষ্টা করেছিলো শেষ দিকে। কিন্তু তাদের কোন আক্রমণই সফল হয়নি। বিশেষ করে ৭০ মিনিটে মিডফিল্ডার শাহরিয়ার বাপ্পী শট নিলে শেখ জামাল গোলকিপার মোহাম্মদ নাইম ঝাঁপিয়ে পড়ে তা রক্ষা করেন। তাই ম্যাচশেষে আক্ষেপই ফুটে ওঠে আরামবাগ কোচ মারুফুল হকের কন্ঠে, ‘আমরা হারার মতো ম্যাচ খেলিনি। দুটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’

অপর দিকে টানা দ্বিতীয় ম্যাচ জিতে শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি বেশ উচ্ছ্বসিত, ‘আমার দলটি তারুণ্য নির্ভর। দল গোছাতে সময় লাগছে। তার পরেও আগের চেয়ে দল বেশ উন্নতি করছে। আশা করছি লিগ রেসে থাকতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি