X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস ধরে রাখার প্রত্যাশা সাদমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৫

সাদমান ইসলাম। ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থতা বড় হয়ে ধরা দিয়েছিলো। দুই দিনের প্রস্তুতি ম্যাচে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে প্রস্তুতিটা ব্যাট হাতে ভালোভাবেই সেরে নিলো সফরকারী বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম দিনে ৬ উইকেটে করেছে ৪১১ রান। প্রস্তুতি ম্যাচের এই আত্মবিশ্বাস কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে টেনে নিয়ে যাওয়ার প্রত্যাশা ওপেনার সাদমান ইসলামের।

টেস্ট দলে ডাক পাওয়া সাদমান ইসলাম দলের প্রতিনিধি হয়ে কথা বলেছেন লিংকনে। প্রথম ইনিংসে করেছেন সর্বোচ্চ ৬৭ রান। শুরুর দিকে কিউই কন্ডিশনের প্রতিকূলতা ভোগালেও এখন বাংলাদেশ তা কাঠিয়ে উঠেছে বলে মনে করছেন সাদমান, ‘আজকে ব্যাটিংয়ে ভালো আত্মবিশ্বাস এসেছে। কীভাবে এখানে খেলতে পারবো তা বুঝতে পেরেছি। উইকেট সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে টিমের সবাই ভালো করেছে। দ্রুত গতির বোলারদের বিপক্ষে আজ রান করেছি। যেভাবে আজকে ব্যাটিং করেছি, মূল ম্যাচে সেভাবে করতে পারলে আশা করবো অনেক বড় একটা স্কোর ওদের সামনে রাখতে পারবো।’

টেস্টের মেজাজ নিয়ে প্রস্তুতি ম্যাচের শুরুটা করেছে বাংলাদেশ। অভিজ্ঞ ও সিনিয়রদের ব্যাটে রানই তার প্রমাণ। ওয়ানডে সিরিজে অবশ্য এর অনুপস্থিতি বেশ ভুগিয়েছে সফরকারীদের। তার অন্যতম কারণগুলোর মধ্যে ছিলো নিউজিল্যান্ডের কন্ডিশন। বাতাসের সঙ্গে সুইং, বলের তীব্র গতির সঙ্গে বাউন্সের কারণে নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ পেরে উঠেনি ওয়ানডে সিরিজে। সাদমানের মতে, আগে আসায় বেশ কয়েক দিনের অনুশীলন খুব কাজে দিয়েছে খাপ খাওয়াতে। একই সঙ্গে হ্যামিল্টনে অনুষ্ঠেয় প্রথম টেস্টের আগে লিংকনের এই প্রস্তুতি কাজে দেবে খাপ খাওয়াতে, ‘এখানে আসার পর থেকে ম্যাচের সবশেষ অনুশীলনে এমন বাতাস ছিলো। তো আমাদের প্রতি নির্দেশনা ছিলো ওয়েলিংটন আর হ্যামিলটনে খেলতে হলে এমন বাতাসে খাপ খাওয়াতে হবে।’

ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির উপদেশের কথাও তুলে ধরেন সাদমান। সেখানকার বাতাস, বাউন্সের মুখোমুখি হতে সময় নিয়ে খেলার কৌশলের কথা বলেছেন তিনি, ‘এই জায়গায় প্রতিনিয়ত এমন বাতাস থাকে। ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি বলেছিলেন- এমন বাতাসে খাপ খাওয়াতে হবে। বাউন্সের বেলায় একটু সময় নিয়ে খেলতে হবে। সেভাবেই অনুশীলন করেছি। আজকে ম্যাচে নামার পর যে কৌশলের কথা আমাকে বলা হয়েছিলো, চেষ্টা করেছি সেগুলো অনুসরণ করতে। শেষ পর্যন্ত বল কেমন হয় তার ধারণা পেয়েছি। মনে হয়েছে আগে আসার কারণে খাপ খাওয়াতে পেরেছি। তাই সুযোগ পেলে চেষ্টা করবো এই ধারাবাহিকতা টেনে নিয়ে যেতে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী