X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ দলে রাহী, সুযোগ পাননি তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১২:৩৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৪৭

আবু জায়েদ রাহী। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে জানা গেলো বাংলাদেশের হয়ে কারা যাচ্ছেন বিশ্বকাপে। বিশ্বকাপে ১৫ জনের দলে সবচেয়ে বড় চমকের নাম পেসার আবু জায়েদ রাহী, যার ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই।

নির্বাচকরা নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলটির ওপর আস্থা রেখেছেন। ওই দলের সঙ্গে ইনজুরি কাটিয়ে সাকিব ফিরেছেন বিশ্বকাপ দলে। সবমিলিয়ে ওই সিরিজের ১৩ জনই আছেন বিশ্বকাপ দলে।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন নিউজিল্যান্ডের সিরিজে ছিলেন।

এছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন দলে। এছাড়া ইয়াসির আলী রাব্বিকে নিয়ে আলোচনা ছিলো অনেক। দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা এই ডানহাতি অফস্পিনার ডাক পেয়েছেন ত্রিদেশীয় সিরিজের দলে।

এদের সঙ্গে বিশ্বকাপ দলে সুযোগ হয়েছে ৫টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলা আবু জায়েদ রাহীর। তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম কেউই সুযোগ পাননি বিশ্বকাপ দলে। কিন্তু তাসকিন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের অপরিহার্য অংশ ছিলেন।

বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ ২৩ এপ্রিল। তবে ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। ৫ মে আয়ারল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের (তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ) পারফরম্যান্স কিংবা চোটে নতুন কেউ যে লন্ডনের বিমান ধরবেন না, সেটি এখনই বলা যাচ্ছে না। বিশ্বকাপ দল প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্য, ‘অভিজ্ঞতা ও কন্ডিশন বিবেচনা করেই আমরা বিশ্বকাপ দলটি ঘোষণা করেছি। এই দলটি নির্বাচন করতে আমাদের অনেক চিন্তাভাবনা করতে হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বিশ্বকাপে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

ত্রিদেশীয় সিরিজের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বি।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী