X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ হেলস

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১৬:৩২আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

অ্যালেক্স হেলস। আইন সিদ্ধ নয় এমন ড্রাগ নিয়েই বিপদটা বাড়িয়ে ফেলেছিলেন অ্যালেক্স হেলস। ২১ দিনের নিষেধাজ্ঞার পরেও শোনা গিয়েছিলো হয়তো ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে থাকবেন। শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তের পথে হাঁটলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাকে বিশ্বকাপসহ সব ধরনের স্কোয়াড থেকে প্রত্যাহার করে নিয়েছে ইসিবি।

বিশ্বকাপের আগে দলে যাতে অনাকাঙ্ক্ষিত কোনও কিছু প্রভাব ফেলতে না পারে তেমনটাই লক্ষ্য ইসিবির। বিবৃতিতেও মিললো তেমন ইঙ্গিত।

কয়েক সপ্তাহের ঘটনাতেই নেতিবাচকভাবে সংবাদে এসেছেন হেলস। মাঝে ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে গুটিয়ে নিয়েছিলেন। ফের ফেরার সংবাদ দিলেও জানা যায় অবৈধ ড্রাগ নেওয়ার কথা। ইসিবির বিধি অনুসারে যা নিয়মসিদ্ধ নয়।

এসব সিরিজ ঘটনায় মনোযোগ বার বার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে বলেই মনে করছে ইসিবি। তবে ইসিবি স্পষ্ট করে বলেনি কোন কারণে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও বিবৃতি থেকে এটা বোঝাই যাচ্ছে তারা বলতে চাইছে সাম্প্রতিক ঘটনায় পরিবেশটা হয়ে যাচ্ছে অস্থির, ‘এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ দলের মাঝে সঠিক পরিবেশটা বজায় রাখা। যাতে করে অনাকাঙ্ক্ষিত আর কোনও কিছুতে মনোযোগের বিঘ্ন না ঘটে।’

এমন সিদ্ধান্তে প্রভাবকের ভূমিকায় ছিলেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর ও সাবেক ইংলিশ স্পিনার অ্যাশলে জাইলস ও ইংল্যান্ডের নির্বাচক প্রধান এড স্মিথ। তাদের মত দলের স্বার্থেই এমন সিদ্ধান্ত। এর ফলে হেলস বিশ্বকাপের আগে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতেও থাকছেন না। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন বাতিলের খাতায়!

তবে অ্যাশলে জাইলস নিশ্চিত করেছেন এখানেই ক্যারিয়ার শেষ হচ্ছে না হেলসের, ‘আমি এটা নিশ্চিত করতে চাই হেলসের ক্যারিয়ারের এখানেই শেষ নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ
ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প