X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৯, ১১:০০আপডেট : ০৩ জুন ২০১৯, ১১:৩০

সেই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানঅপর দিকে দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে ফেভারিট ইংল্যান্ডেরট্রেন্ট ব্রিজে আজ সোমবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠে নামছে দুই দলম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস

১১ ম্যাচে হারা পাকিস্তান দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। তার ওপর আজকে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। কঠিন চ্যালেঞ্জকে বাড়তি রোমাঞ্চকর করে তুলছে আজকের ভেন্যু। কারণ খেলাটি হচ্ছে ইংল্যান্ডের ব্যাটিং স্বর্গ ট্রেন্ট ব্রিজে। এখানেই দুইবার ওয়ানডের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে মরগানরা। তাই এই মাঠে সরফরাজদের পুরনো রেকর্ড তাদের আত্মবিশ্বাসের জ্বালানিতে যথেষ্ট রসদের যোগান দিচ্ছে না।

ইংলিশদের দাপুটে প্রথম ইনিংসটা ছিলো ২০১৬ সালে। পাকিস্তানের বিপক্ষেই তারা করেছে ৩ উইকেটে ৪৪৪ রান। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের রেকর্ডকে ছাড়িয়ে ২০১৮ সালে করেছে ৬ উইকেটে ৪৮১ রান। এমন স্বস্তিদায়ক পরিসংখ্যান যখন ইংল্যান্ডের সামনে তখন পাকিস্তানের সামনে অপেক্ষা করছে অগ্নি পরীক্ষা।

আবার দলটা পাকিস্তান বলে ইংলিশরাও তাদের সব অস্ত্র মজুদ রাখতে প্রস্তুত। কারণ দলটা যে আনপ্রেডিক্টেবল, তাই আজকে দলে আনা হতে পারে পেসার মার্ক উডকে। সম্প্রতিক সিরিজে এই পাকিস্তানই ইংলিশদের কাছে হয়েছে ধরাশায়ী। হেরেছে ৪-০ ব্যবধানে। তার ওপর ক্যারিবীয়দের বোলিংয়ে তাদের অসহায়ত্বও চোখে পড়েছে প্রকটভাবে। তাই শর্ট পিচে তাদের দুর্বলতাকে আজকেও মোক্ষম অস্ত্র বানাতে চাইছে ইংল্যান্ড। স্বাগতিকদের সহকারী কোচ গ্রাহাম থর্প জানালেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যা করেছে তাতে আমরা অবগত। ওরা দারুণ বোলিং করেছে। ওদের দেখেই মনে হচ্ছে উডকে আনার ব্যাপারে একটা আলোচনা হয়েছে।’

অবশ্য এতসব কিছু মাথায় নিচ্ছে পাকিস্তান শিবির। ইংল্যান্ড যে শর্ট বলকে অস্ত্র বানাবে তা ভালো করেই জানা আছে তাদের। তাই ইংলিশদের শর্ট বল সামলাতে প্রস্তুত বলে জানালেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ, ‘আমরা শর্ট বল ভালোভাবে খেলতে পারিনি। আমরা জানি বাকিরা এভাবেই আমাদের বিরুদ্ধে খেলবে। উপমহাদেশ থেকে আসলে এমন কৌশল ব্যবহার হবেই। যা হয়েছে তা হতাশাজনক, তবে আমরা ঘুরে দাঁড়াতে একটি মাত্র ম্যাচ থেকে দূরে আছি বলতে পারেন। আমরা জানি ওদের দক্ষতা কোথায়। তবে আমরা ওদের হারাতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?